Knowledge Stories: দিনে ফোটা ফুল রঙিন হয়, অথচ রাতে ফোটা ফুল সাদা হয় কেন ? কারণ জানলে অবাক হবেন

Last Updated:
1/5
ফুল কে না ভালবাসে! আনন্দ উৎসবের সঙ্গী যেমন রং-রঙিন ফুল, তেমনি শোক জ্ঞাপনেও ব্যবহার করা হয় ফুল, তবে সেক্ষেত্রে ফুলের রং হয় সাদা। সাধারণত রাতে ফোটা ফুল সাদা এবং দিনের বেলা ফোটা ফুল রঙিন হয়। কিন্তু কেন  দিন ও রাতে ফোটা ফুলের রং আলাদা হয়?
ফুল কে না ভালবাসে! আনন্দ উৎসবের সঙ্গী যেমন রং-রঙিন ফুল, তেমনি শোক জ্ঞাপনেও ব্যবহার করা হয় ফুল, তবে সেক্ষেত্রে ফুলের রং হয় সাদা। সাধারণত রাতে ফোটা ফুল সাদা এবং দিনের বেলা ফোটা ফুল রঙিন হয়। কিন্তু কেন দিন ও রাতে ফোটা ফুলের রং আলাদা হয়?
advertisement
2/5
 ফুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে পৌঁছনোর পর ঘটে নিষেক। এই রেণু পরিবহণে সবচেয়ে বড় ভূমিকা কীট-পতঙ্গের। কীট-পতঙ্গ মধু সংগ্রহের জন্য ফুলের উপর এসে বসে। এই সময় ফুলের পরাগধানী থেকে পুং রেণু পতঙ্গের গায়ে লেগে যায়।
ফুল উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলে পৌঁছনোর পর ঘটে নিষেক। এই রেণু পরিবহণে সবচেয়ে বড় ভূমিকা কীট-পতঙ্গের। কীট-পতঙ্গ মধু সংগ্রহের জন্য ফুলের উপর এসে বসে। এই সময় ফুলের পরাগধানী থেকে পুং রেণু পতঙ্গের গায়ে লেগে যায়।
advertisement
3/5
কোনও পতঙ্গ যখন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে তখন পতঙ্গের শরীরে লেগে থাকা রেণু অন্য ফুলে ছড়িয়ে পড়ে ও পুরুষ ফুলের রেণুর সঙ্গে স্ত্রী ফুলের মিলন ঘটে। অর্থাৎ ফুলের জন্য কীট-পতঙ্গ আকর্ষণ করাটা জরুরি।
কোনও পতঙ্গ যখন এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে তখন পতঙ্গের শরীরে লেগে থাকা রেণু অন্য ফুলে ছড়িয়ে পড়ে ও পুরুষ ফুলের রেণুর সঙ্গে স্ত্রী ফুলের মিলন ঘটে। অর্থাৎ ফুলের জন্য কীট-পতঙ্গ আকর্ষণ করাটা জরুরি।
advertisement
4/5
বিজ্ঞান মতে, ফুলের রং ও গন্ধে পতঙ্গরা আকৃষ্ট হয়। দিনের বেলা ফুলের উজ্জ্বল রং কীট-পতঙ্গদের আকৃষ্ট করে। কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনও কাজে লাগে না। তাই ফুলের রং হয় সাদা।
বিজ্ঞান মতে, ফুলের রং ও গন্ধে পতঙ্গরা আকৃষ্ট হয়। দিনের বেলা ফুলের উজ্জ্বল রং কীট-পতঙ্গদের আকৃষ্ট করে। কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনও কাজে লাগে না। তাই ফুলের রং হয় সাদা।
advertisement
5/5
তা হলে রাতে ফোটা সাদা ফুলে কী করে আসে পতঙ্গ? এক্ষেত্রে রং নয়, পতঙ্গ আকৃষ্ট হয় গন্ধে। রাতে যে-সমস্ত ফুল ফোটে, তাদের গন্ধ খুব তীব্র হয়। সেই গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গরা ফুলে উড়ে এসে বসে।
তা হলে রাতে ফোটা সাদা ফুলে কী করে আসে পতঙ্গ? এক্ষেত্রে রং নয়, পতঙ্গ আকৃষ্ট হয় গন্ধে। রাতে যে-সমস্ত ফুল ফোটে, তাদের গন্ধ খুব তীব্র হয়। সেই গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গরা ফুলে উড়ে এসে বসে।
advertisement
advertisement
advertisement