মন্দিরের দক্ষিণ দিকের কুয়ো থেকে তোলা ১০৮টি সোনার কলসের জলে স্নানযাত্রা শুরু হয় পুরীর জগন্নাথদেবের
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
• প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে শুভদ্রাকে পুষ্পাঞ্জলী দেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে। সেখানে মঙ্গল আরতী ও সূর্যপুজোর পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়। মন্দিরের দক্ষিণের দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে তোলা হবে একশো আট ঘটি জল। সেই জলেই স্নান করবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা।
advertisement