শুধুই কী শৃঙ্গার, নাকি গভীরে লুকিয়ে সিঁদুরের ব্যবহার, জেনে নিন পৌরাণিক গুরুত্ব

Last Updated:
সিঁথির এক চিলতে সিঁদুরের গভীরতা লুকিয়ে ভারতীয় সংস্কৃতির মননে৷
1/11
পুজো দরজায় কড়া নাড়ছে, আর বাঙালি পুজোর বিভিন্ন রীতি-উপাচার রয়েছে ষষ্ঠীতে দেবীর বোধন , সপ্তমীতে কলাবউ স্নান, অষ্টমীতে অঞ্জলি, নবমীতে সন্ধিপুজো হয়ে দশমীতে সিঁদুর খেলা দিয়ে দেবী পুজোর সমাধা৷ এই সিঁদুর খেলার জন্য বছরভর অধীর আগ্রহে বসে থাকেন লক্ষ লক্ষ বাঙালি মহিলারা৷ সিঁদুর কী শুধুমাত্র শৃঙ্গার বা খেলার জিনিস৷ শুধুমাত্র নিজের সৌন্দর্য্যকে বাড়িয়ে নেওয়ার জিনিস৷ মোটেই নয়৷ এর অর্থ পৌরানিক সূত্র ধরে হাঁটলে অনেক গভীরে৷ Photo- Representative
পুজো দরজায় কড়া নাড়ছে, আর বাঙালি পুজোর বিভিন্ন রীতি-উপাচার রয়েছে ষষ্ঠীতে দেবীর বোধন , সপ্তমীতে কলাবউ স্নান, অষ্টমীতে অঞ্জলি, নবমীতে সন্ধিপুজো হয়ে দশমীতে সিঁদুর খেলা দিয়ে দেবী পুজোর সমাধা৷ এই সিঁদুর খেলার জন্য বছরভর অধীর আগ্রহে বসে থাকেন লক্ষ লক্ষ বাঙালি মহিলারা৷ সিঁদুর কী শুধুমাত্র শৃঙ্গার বা খেলার জিনিস৷ শুধুমাত্র নিজের সৌন্দর্য্যকে বাড়িয়ে নেওয়ার জিনিস৷ মোটেই নয়৷ এর অর্থ পৌরানিক সূত্র ধরে হাঁটলে অনেক গভীরে৷ Photo- Representative
advertisement
2/11
হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে গ্রহনযোগ্য একটা মত আছে। লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ ছিল উর্বরাশক্তির উপাসনা। অতি প্রচীন কালে মাটি,গাছ ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করা হত। তাদের কাছে লাল রং ছিল সৃষ্টির প্রতীক। তাই প্রাচীন কাল থেকে লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাঁদের প্রসাধন হিসেবে। বিবাহিতা মহিলাদের কপালে সিঁদুর তারা সন্তান ধারণের উপযুক্ত বলে পরিচয় বহনকারী রীতি।Photo- Representative
হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে গ্রহনযোগ্য একটা মত আছে। লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ ছিল উর্বরাশক্তির উপাসনা। অতি প্রচীন কালে মাটি,গাছ ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করা হত। তাদের কাছে লাল রং ছিল সৃষ্টির প্রতীক। তাই প্রাচীন কাল থেকে লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাঁদের প্রসাধন হিসেবে। বিবাহিতা মহিলাদের কপালে সিঁদুর তারা সন্তান ধারণের উপযুক্ত বলে পরিচয় বহনকারী রীতি।Photo- Representative
advertisement
3/11
প্রাচীন শাস্ত্র অনুযায়ি লাল সিঁদুর শক্তির প্রতীক। মানব শরীরে নানা দেবতা অবস্থান করেন নানা স্থানে- এমনটাই বলে পৌরাণিক শাস্ত্র । কপালে থাকেন স্বয়ং ব্রহ্মা। লাল সিঁদুর ব্রহ্মাকে তুষ্ট করার জন্যই কপালে দেওয়া হয়। শক্তি সাধক পুরুষেরাও কপালে সিঁদুর ব্যবহার করেন ব্রহ্মা কে তুষ্ট রাখার জন্য। হিন্দু শাস্ত্রে অনুযায়ী নারী হোলো শক্তি সেই শক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার করা হত।Photo- Representative
প্রাচীন শাস্ত্র অনুযায়ি লাল সিঁদুর শক্তির প্রতীক। মানব শরীরে নানা দেবতা অবস্থান করেন নানা স্থানে- এমনটাই বলে পৌরাণিক শাস্ত্র । কপালে থাকেন স্বয়ং ব্রহ্মা। লাল সিঁদুর ব্রহ্মাকে তুষ্ট করার জন্যই কপালে দেওয়া হয়। শক্তি সাধক পুরুষেরাও কপালে সিঁদুর ব্যবহার করেন ব্রহ্মা কে তুষ্ট রাখার জন্য। হিন্দু শাস্ত্রে অনুযায়ী নারী হোলো শক্তি সেই শক্তিকে সম্মান প্রদর্শনের জন্য সিঁদুরের ব্যবহার করা হত।Photo- Representative
advertisement
4/11
বর্তমানে সেই ধারণাই পরিবর্তিত হয়ে বিবাহিত মহিলার পরিচিতি হয়ে দাঁড়িয়েছে সিঁদুর। তবে অবিবাহিত যাঁরা তাঁরা সিঁথিতে নয় কপালে সিঁদুর দিতেই পারেন। কারণ সব মহিলাই শক্তির উৎস৷ সিঁদুরের ব্যবহারে মহিলাদের সম্মান বাড়ে ,কমে না- এমনটাই পাওয়া যায় হিন্দু শাস্ত্রের সূত্র৷ Photo- Representative
বর্তমানে সেই ধারণাই পরিবর্তিত হয়ে বিবাহিত মহিলার পরিচিতি হয়ে দাঁড়িয়েছে সিঁদুর। তবে অবিবাহিত যাঁরা তাঁরা সিঁথিতে নয় কপালে সিঁদুর দিতেই পারেন। কারণ সব মহিলাই শক্তির উৎস৷ সিঁদুরের ব্যবহারে মহিলাদের সম্মান বাড়ে ,কমে না- এমনটাই পাওয়া যায় হিন্দু শাস্ত্রের সূত্র৷ Photo- Representative
advertisement
5/11
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, স্ত্রী তার সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে যে- কোনও বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি। সেই প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর পরে আসছেন। বিশ্বাস করা হয়, সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে। তবে, মাথায় রাখবেন, সিঁদুর পরারও বিশেষ কিছু নিয়ম রয়েছে। ভুল নিয়মে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হতে পারে। জেনে নিন কীভাবে সিঁদুর পরবেন--
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, স্ত্রী তার সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে যে- কোনও বিপদের হাত থেকে বাঁচাতে পারেন। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি। সেই প্রাচীনকাল থেকেই হিন্দু মহিলারা স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর পরে আসছেন। বিশ্বাস করা হয়, সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে। তবে, মাথায় রাখবেন, সিঁদুর পরারও বিশেষ কিছু নিয়ম রয়েছে। ভুল নিয়মে সিঁদুর পরলে স্বামীর অমঙ্গল হতে পারে। জেনে নিন কীভাবে সিঁদুর পরবেন--
advertisement
6/11
শাস্ত্রমতে, বিবাহিত মহিলারা যদি সিঁথির ঠিক মাঝ বরাবর সিঁদুর লাগান, তাহলে স্বামীর অকাল মৃত্যু হয় না।
শাস্ত্রমতে, বিবাহিত মহিলারা যদি সিঁথির ঠিক মাঝ বরাবর সিঁদুর লাগান, তাহলে স্বামীর অকাল মৃত্যু হয় না।
advertisement
7/11
অনেক মহিলারা মাথায় নাম মাত্র সিঁদুর লাগান। বিশ্বাস করা হয়, এমনটা করলে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরে, সংসারে অশান্তি নেমে আসে।
অনেক মহিলারা মাথায় নাম মাত্র সিঁদুর লাগান। বিশ্বাস করা হয়, এমনটা করলে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরে, সংসারে অশান্তি নেমে আসে।
advertisement
8/11
অনেক মহিলা সিঁদুর চুল দিয়ে ঢেকে রাখেন। বিশ্বাস করা হয়, এমন স্ত্রীর স্বামীরাও সমাজে হারিয়ে যান। কর্মক্ষেত্র থেকে পরিবার... কোথাও সম্মান পান না।
অনেক মহিলা সিঁদুর চুল দিয়ে ঢেকে রাখেন। বিশ্বাস করা হয়, এমন স্ত্রীর স্বামীরাও সমাজে হারিয়ে যান। কর্মক্ষেত্র থেকে পরিবার... কোথাও সম্মান পান না।
advertisement
9/11
যে মহিলারা মাথার একসাইডে সিঁদুর পরেন। বিশ্বাস করা হয়, তাঁদের স্বামী তাঁদের থেকে দুরে চলে যান, স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা মতবিরোধ লেগে থাকে, দাম্পত্য জীবন সুখের হয় না।
যে মহিলারা মাথার একসাইডে সিঁদুর পরেন। বিশ্বাস করা হয়, তাঁদের স্বামী তাঁদের থেকে দুরে চলে যান, স্বামী-স্ত্রীর মধ্যে সর্বদা মতবিরোধ লেগে থাকে, দাম্পত্য জীবন সুখের হয় না।
advertisement
10/11
অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়।
অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়।
advertisement
11/11
 অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়। সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক কারণও আছে। বৈজ্ঞানিকদের মতে সিঁদুর মস্তিষ্কের নার্ভ সুস্থ রাখে। ফলে সেখানে থাকা সিঁদুর মেডিটেশনে সাহায্য করে, ঘুমের সমস্যা দূর করে।
অনেক মহিলারা সিঁদুরের পরিবর্তে অন্য লাল রঙের কস্মেটিক্স ব্যবহার করে থাকেন। মানা হয়, এতে স্বামীর অমঙ্গল হয়। সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক কারণও আছে। বৈজ্ঞানিকদের মতে সিঁদুর মস্তিষ্কের নার্ভ সুস্থ রাখে। ফলে সেখানে থাকা সিঁদুর মেডিটেশনে সাহায্য করে, ঘুমের সমস্যা দূর করে।
advertisement
advertisement
advertisement