Kankalitala Temple-Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় জেগে ওঠে বোলপুরের কঙ্কালীতলা! ভক্তের ডাকে সাড়া দেন মা! জানুন

Last Updated:
Kankalitala Temple-Kaushiki Amavasya 2023: তারাপীঠের মতো বোলপুরের কঙ্কালীতলা মন্দিরেও পালন করা হয় কৌশিকী অমাবস্যা! এই মন্দিরে মায়ের জাগ্রত রূপ অবাক করবে!
1/6
বীরভূম জেলাকে লালমাটির জেলা বলা হয়ে থাকে। আর এই বীরভূমের শান্তিনিকেতন বোলপুর থেকে মাত্র ৯ কিলোমিটার দুরে কোপাই নদীর তীরে অবস্থিত অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলা।(লেখা ও ছবি:সৌভিক রায়)
বীরভূম জেলাকে লালমাটির জেলা বলা হয়ে থাকে। আর এই বীরভূমের শান্তিনিকেতন বোলপুর থেকে মাত্র ৯ কিলোমিটার দুরে কোপাই নদীর তীরে অবস্থিত অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলা।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
2/6
 ভ্রমণপিপাসু মানুষেরা শান্তিনিকেতন বেড়াতে গেছেন অথচ কঙ্কালীতলা যাননি এমন সংখ্যা খুব কম মিলবে। এই কঙ্কালীতলা সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল।(লেখা ও ছবি:সৌভিক রায়)
ভ্রমণপিপাসু মানুষেরা শান্তিনিকেতন বেড়াতে গেছেন অথচ কঙ্কালীতলা যাননি এমন সংখ্যা খুব কম মিলবে। এই কঙ্কালীতলা সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
3/6
কথিত আছে এইখানে সতী মায়ের অস্থি পড়েছিল সেই কারণে এই স্থানের নাম কঙ্কালীতলা! আবার অন্য মতও রয়েছে, শোনা যায় এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল।(লেখা ও ছবি:সৌভিক রায়)
কথিত আছে এইখানে সতী মায়ের অস্থি পড়েছিল সেই কারণে এই স্থানের নাম কঙ্কালীতলা! আবার অন্য মতও রয়েছে, শোনা যায় এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশটি পড়েছিল।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
4/6
 সামনের বৃহস্পতিবার ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা একদিকে যখন অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে, সেই জায়গায় দাঁড়িয়ে শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরেও মায়ের বিশেষ পূজা আর্চনা করা হয়ে থাকে।(লেখা ও ছবি:সৌভিক রায়)
সামনের বৃহস্পতিবার ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা একদিকে যখন অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে, সেই জায়গায় দাঁড়িয়ে শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরেও মায়ের বিশেষ পূজা আর্চনা করা হয়ে থাকে।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
5/6
সকাল বেলায় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতি করে মায়ের পুজো করা হয়, ভোর থেকেই শুরু হয় মায়ের দর্শনে লম্বা লাইন, একে একে মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন দর্শনার্থীরা। সারাদিন চলে মায়ের হোম এবং যজ্ঞ।(লেখা ও ছবি:সৌভিক রায়)
সকাল বেলায় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতি করে মায়ের পুজো করা হয়, ভোর থেকেই শুরু হয় মায়ের দর্শনে লম্বা লাইন, একে একে মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন দর্শনার্থীরা। সারাদিন চলে মায়ের হোম এবং যজ্ঞ।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
6/6
দুপুরবেলায় মাকে পাঁচ রকম ভাজা, পাঁচ রকম সবজি দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে। অমাবস্যার এই দিনে যারা তারাপীঠ মন্দিরের মা তারা দর্শনে আসেন তারা অন্তত একবার মা তারার দর্শন করার পর এই কঙ্কালীতলা মন্দিরে ছুটে আসেন কঙ্কালী মায়ের দর্শনের জন্য।(লেখা ও ছবি:সৌভিক রায়)
দুপুরবেলায় মাকে পাঁচ রকম ভাজা, পাঁচ রকম সবজি দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে। অমাবস্যার এই দিনে যারা তারাপীঠ মন্দিরের মা তারা দর্শনে আসেন তারা অন্তত একবার মা তারার দর্শন করার পর এই কঙ্কালীতলা মন্দিরে ছুটে আসেন কঙ্কালী মায়ের দর্শনের জন্য।(লেখা ও ছবি:সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement