শিবরাত্রির ঠিক আগে পালন করে নিন বিজয়া একাদশী, জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেবে এই মহাব্রত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহাশিবরাত্রি পালনের প্রচলন তো বহুল তবে এই একাদশী তার আগে পালন করলে জীবনে অর্থ-কাম-মোক্ষ সব সংকল্পই হবে পূরণ
ইশ্বরের অনন্য আশীর্বাদেই জীবন পূর্ণতা দান করে ৷ মানুষ নিজের নিজের মতো করেই ইশ্বর সাধনা করে ৷ শুক্রবার হচ্ছে মহাশিবরাত্রি তার আগে আজ একাদশী চলছে ৷ এই একাদশীতে বিজয়া একাদশী হিসেবে বিষ্ণু তথা নারায়ণের পুজোয় সিদ্ধিলাভ অনিবার্য৷ জীবেনর যা বাধা থাকে তা দূর হয়ে উন্মোচিত হবে নতুন দিগন্ত ৷ Photo- File
advertisement
advertisement
হিন্দু পঞ্চাঙ্গের অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ৷ মহাশিবরাত্রির দু দিন আগে এই একাদশী তিথি পড়েছে ৷ এবারের বিজয়া একাদশীর তারিখ ১৯ জানুয়ারি অন্যদিকে ২১ পেব্রুয়ারি মহা শিবরাত্রি ৷ একাদশী তিখি এবার থাকছে ১৮ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৩২ মিনিটে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ১৯ ফেব্রুয়ারি দুপুর তিনটে বেজে ২ মিনিটে ৷ অন্যদিকে এবারের তিথি পালনের আদর্শ সময় ২০ ফেব্রুয়ারি সকাল ৬ টা ৫৬ মিনিট থেকে ৯ টা ১১ অবধি ৷ Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement