Indian Railways: 'ব্যাগ খোলো', RPF-এর কথায় মুখ শুকনো যাত্রীর...'ব্যাগে দিওয়ালি গিফট', ব্যাগ থেকে তার পর যা বার হল, ঘাম ছুটল পুলিশেরও
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
উৎসবের মরশুম চলছে! দুর্গাপুজো, লক্ষীপুজো শেষে এখন দীপাবলি, ছট, ভাইফোঁটা! অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছেন, অনেকে আবার ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছেন। ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়, স্টেশনে যাত্রীদের ঢল নেমেছে! এই পরিস্থিতিতে সবরকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রেল
উৎসবের মরশুম চলছে! দুর্গাপুজো, লক্ষীপুজো শেষে এখন দীপাবলি, ছট, ভাইফোঁটা! অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছেন, অনেকে আবার ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছেন। ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়, স্টেশনে যাত্রীদের ঢল নেমেছে! এই পরিস্থিতিতে সবওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর রেল! প্রতিনিয়ত ট্রেন ও স্টেশন জুড়ে চলছে তল্লাশি, চেকিং! আর সদ্য তল্লাশি চলাকালীনই এমন এক ঘটনার সম্মুখীন হল আরপিএফ জওয়ানরা, শুনলে রাতের ঘুম উড়বে! ঠিক কী হয়েছিল?
advertisement
advertisement
advertisement
advertisement
বোলপুর, বামনগাছি, আসানসোল, জামালপুর ও ভাগলপুর স্টেশনে এই অভিযান চালানো হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে ১৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বামনগাছি স্টেশন থেকে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭ লক্ষ নগদ টাকা এবং অন্য এক ব্যক্তির কাছ থেকে মেলে ৫৩ বোতল বিদেশি মদ।
advertisement
advertisement