ভারতে রেলপথ যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে ভারতীয় রেলের সঙ্গে জড়িত রয়েছে নানা আশ্চর্য তথ্য। অনেকেই জানেন না, রেলে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার জন্য বিশেষ ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। ট্র্যাকে যেমন চিহ্ন থাকে রেলওয়ে প্ল্যাটফর্মেও নানা চিহ্ন থাকে। এই রেলের চিহ্নগুলি যাত্রীদের জেনে রাখা প্রয়োজন, কারণ এগুলিতে অনেক তথ্য থাকে। থাকে। প্রতীকী ছবি।
উল্লেখ্য, এই স্ট্রাইপগুলি অনেক সময়ই ট্রেনে নিজের বগি খুঁজে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় ভিড় ট্রেনে কোনটি কোন বগি তা বোঝা যায় না। এই স্ট্রাইপগুলি থাকলে তা দেখে খুব সহজেই বগি চিনে নেওয়া যায়। নীল বগিতে হলুদ স্ট্রাইপ থাকলে বোঝায় সেটি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নির্দিষ্ট। প্রতীকী ছবি।