Indian Railways: ট্রেনের বগিতে ডোরাকাটা এই দাগ লক্ষ্য করেছেন নিশ্চই! কেন থাকে জানেন তো?

Last Updated:
Indian Railways: রেলে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার জন্য বিশেষ ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। ট্র্যাকে যেমন চিহ্ন থাকে রেলওয়ে প্ল্যাটফর্মেও নানা চিহ্ন থাকে। এই রেলের চিহ্নগুলি যাত্রীদের জেনে রাখা প্রয়োজন, কারণ এগুলিতে অনেক তথ্য থাকে।
1/8
ভারতে রেলপথ যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে ভারতীয় রেলের সঙ্গে জড়িত রয়েছে নানা আশ্চর্য তথ্য। অনেকেই জানেন না, রেলে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার জন্য বিশেষ ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। ট্র্যাকে যেমন চিহ্ন থাকে রেলওয়ে প্ল্যাটফর্মেও নানা চিহ্ন থাকে। এই রেলের চিহ্নগুলি যাত্রীদের জেনে রাখা প্রয়োজন, কারণ এগুলিতে অনেক তথ্য থাকে। থাকে।
ভারতে রেলপথ যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে ভারতীয় রেলের সঙ্গে জড়িত রয়েছে নানা আশ্চর্য তথ্য। অনেকেই জানেন না, রেলে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার জন্য বিশেষ ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। ট্র্যাকে যেমন চিহ্ন থাকে রেলওয়ে প্ল্যাটফর্মেও নানা চিহ্ন থাকে। এই রেলের চিহ্নগুলি যাত্রীদের জেনে রাখা প্রয়োজন, কারণ এগুলিতে অনেক তথ্য থাকে। থাকে।
advertisement
2/8
শুধু চিহ্নই নয়, এই চিহ্নগুলির বিভিন্ন রঙেও রয়েছে তাৎপর্য। দেখে নেওয়া যাক, কোন কোন রঙের চিহ্ন কী কী বোঝায়?
শুধু চিহ্নই নয়, এই চিহ্নগুলির বিভিন্ন রঙেও রয়েছে তাৎপর্য। দেখে নেওয়া যাক, কোন কোন রঙের চিহ্ন কী কী বোঝায়?
advertisement
3/8
বগির বাইরের দিকে হলুদ স্ট্রাইপের অর্থ : সাধারণত দেখা যায় ICF কোচে বগির শেষে বাইরের দিকে এই হলুদ স্ট্রাইপ থাকে। এটি দেওয়ার বিশেষ অর্থ হল এটি একটি জেনারেল আনরিজার্ভড বগি। দূর থেকে এই দাগ দেখে নিলেই খুব সহজেই বুঝে নিতে পারেন এটি একটি জেনারেল বগি।
বগির বাইরের দিকে হলুদ স্ট্রাইপের অর্থ : সাধারণত দেখা যায় ICF কোচে বগির শেষে বাইরের দিকে এই হলুদ স্ট্রাইপ থাকে। এটি দেওয়ার বিশেষ অর্থ হল এটি একটি জেনারেল আনরিজার্ভড বগি। দূর থেকে এই দাগ দেখে নিলেই খুব সহজেই বুঝে নিতে পারেন এটি একটি জেনারেল বগি।
advertisement
4/8
নীল বগিতে সাদা স্ট্রাইপ দেওয়া আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি রেলের কিছু কুছু বগির শুরুতে নীল সাদা স্ট্রিপ থাকে। এটিও দেখে বুঝে নিতে হবে, যে এটি একটি জেনারেল কামরার বগি।
নীল বগিতে সাদা স্ট্রাইপ দেওয়া আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি রেলের কিছু কুছু বগির শুরুতে নীল সাদা স্ট্রিপ থাকে। এটিও দেখে বুঝে নিতে হবে, যে এটি একটি জেনারেল কামরার বগি।
advertisement
5/8
EMU/DEMU ট্রেনে সবুজ স্ট্রাইপ EMU বা DEMU ট্রেনে যদি সবুজ স্ট্রাইপ থাকে, তবে ধরে নিতে হবে এটি একটি লেডিস কম্পার্টমেন্ট। তবে, এই রঙের প্যাটার্নগুলি শুধুমাত্র মুম্বই ও পশ্চিম রেলওয়েতে নতুন অটো ডোর ক্লোজিং EMU-এর জন্য তৈরি করা হয়েছে।
EMU/DEMU ট্রেনে সবুজ স্ট্রাইপ EMU বা DEMU ট্রেনে যদি সবুজ স্ট্রাইপ থাকে, তবে ধরে নিতে হবে এটি একটি লেডিস কম্পার্টমেন্ট। তবে, এই রঙের প্যাটার্নগুলি শুধুমাত্র মুম্বই ও পশ্চিম রেলওয়েতে নতুন অটো ডোর ক্লোজিং EMU-এর জন্য তৈরি করা হয়েছে।
advertisement
6/8
EMU/DEMU ট্রেনে লাল রঙের স্ট্রাইপ অনেক সময় EMU বা DEMU ট্রেনেও লাল রঙের স্ট্রাইপ দেখা যায়। এটিকে বলা হয় ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট।
EMU/DEMU ট্রেনে লাল রঙের স্ট্রাইপ অনেক সময় EMU বা DEMU ট্রেনেও লাল রঙের স্ট্রাইপ দেখা যায়। এটিকে বলা হয় ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট।
advertisement
7/8
উল্লেখ্য, এই স্ট্রাইপগুলি অনেক সময়ই ট্রেনে নিজের বগি খুঁজে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় ভিড় ট্রেনে কোনটি কোন বগি তা বোঝা যায় না। এই স্ট্রাইপগুলি থাকলে তা দেখে খুব সহজেই বগি চিনে নেওয়া যায়। নীল বগিতে হলুদ স্ট্রাইপ থাকলে বোঝায় সেটি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নির্দিষ্ট।
উল্লেখ্য, এই স্ট্রাইপগুলি অনেক সময়ই ট্রেনে নিজের বগি খুঁজে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় ভিড় ট্রেনে কোনটি কোন বগি তা বোঝা যায় না। এই স্ট্রাইপগুলি থাকলে তা দেখে খুব সহজেই বগি চিনে নেওয়া যায়। নীল বগিতে হলুদ স্ট্রাইপ থাকলে বোঝায় সেটি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নির্দিষ্ট।
advertisement
8/8
প্রসঙ্গত, ভারতীয় রেল যাত্রী সাধারণের সুবিধার দিকে বারেবারেই নজর দিয়েছে। আর তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ রেলের এমনই নানা অজানা প্রয়াস। বগি বা রেকের গায়ের এই স্ট্রাইপগুলি একদিকে যেমন রেলকে দৃষ্টিনন্দন করে তুলেছে, তেমনই যাত্রী পরিষেবার নিরিখেও সদর্থক বার্তা দিচ্ছে।
প্রসঙ্গত, ভারতীয় রেল যাত্রী সাধারণের সুবিধার দিকে বারেবারেই নজর দিয়েছে। আর তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ রেলের এমনই নানা অজানা প্রয়াস। বগি বা রেকের গায়ের এই স্ট্রাইপগুলি একদিকে যেমন রেলকে দৃষ্টিনন্দন করে তুলেছে, তেমনই যাত্রী পরিষেবার নিরিখেও সদর্থক বার্তা দিচ্ছে।
advertisement
advertisement
advertisement