Indian Railways: ফসফস করে সিগারেট ফুঁকছিল মহিলা... ট্রেনের AC কোচের ধবধবে চাদর, তার উপরে বসেছিল, উড়ছিল ধোঁয়া, হঠাৎই হুড়মুড় করে তেড়ে এল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে AC কোচের লোয়ার বার্থে বসে এক তরুণী মহিলা৷ হাতে সিগারেট৷ আর ফোন৷ যখনই ওই মহিলা বুঝতে পারেন তাঁর সহযাত্রী তাঁর ভিডিও করছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান তিনি৷
নয়াদিল্লি: AC কামরার কোচ৷ ধবধবে সাদা চাদর পাতা৷ তার উপরেই বসে ছিলেন মহিলা৷ সেই কামরারই অপর এক পুরুষ যাত্রী তাঁর ভিডিও তুলতে শুরু করতেই তেড়ে আসেন ওই মহিলা৷ না আপনি যা ভাবছেন, তা ঠিক নয়৷ এক্ষেত্রে পুরুষ যাত্রীর কোনও দোষ নেই৷ অপরাধ যদি কেউ করে থাকে, তা সেই মহিলা৷ AC কোচের সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আরেকজন ব্যবহারকারী বলেছেন যে যাত্রীটি ট্রেনে প্রকাশ্যে সিগারেট খাচ্ছেন কিন্তু তিনি মনে করেন ভিডিও তোলা বেআইনি। AX ব্যবহারকারী লিখেছেন, “চলমান ট্রেনের এসি বগিতে সে সিগারেট খাচ্ছিল। সহযাত্রীরা যখন আপত্তি জানায় এবং প্রমাণের জন্য একটি ভিডিও তৈরি করে, তখন সে “উইমেন কার্ড” খেলতে শুরু করে। ঘটনাটি কোন ট্রেনের ভাইরাল ভিডিয়োয় জানা যায়নি৷