AC কামরার টিকিট কেটেছিলেন, স্টেশনে পৌঁছেই দেখলেন 'কোচ'টাই উধাও...! তার পর?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Indian Rail AC Coach: উত্তেজনা বাড়তে দেখে রেল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কোনওভাবে ক্ষুব্ধ যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। পরে রেলের পক্ষ থেকে যাত্রীদের একটি বার্তা পাঠানো হয়, যাতে বলা হয় যে তৃতীয় এসি কোচের সুবিধা পাওয়া যাবে না, স্লিপার কোচে ভ্রমণ করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জানা যায়, এক মাস আগে রেল কর্তৃপক্ষ ট্রেন থেকে এসি কোচ সরিয়ে দেয়, কিন্তু এটি সিস্টেম থেকে সরানো হয়নি এবং টিকিট ইস্যু করা হয়। ডিসেম্বর মাসে রেল কর্তৃপক্ষ ট্রেনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে একটি অস্থায়ী তৃতীয় এসি কোচ লাগিয়েছিল। এটি ১ জানুয়ারির পরে সরিয়ে দেওয়া হয়, কিন্তু সিস্টেম আপডেট না হওয়ায় ২ জানুয়ারির জন্য ৬৪ জন যাত্রীর বুকিং গ্রহণ করা হয়।
advertisement
advertisement