Indian Railway Knowledge: এক রাজ্যে টিকিট কাউন্টার, অন্য রাজ্যে স্টেশন মাস্টার, এটাই ভারতের একমাত্র রেল-স্টেশন যা দুই রাজ্যে বিস্তৃত, কোথায় জানেন এই স্টেশন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
স্টেশনে একটি বেঞ্চ রয়েছে, যার একাংশ মহারাষ্ট্রে এবং অন্য অংশ গুজরাতে
advertisement
advertisement
advertisement
advertisement
দুই রাজ্যের মাঝে বিভক্ত বেঞ্চ: স্টেশনে একটি বেঞ্চ রয়েছে, যার একাংশ মহারাষ্ট্রে এবং অন্য অংশ গুজরাতে। এই বেঞ্চে বসা যাত্রীদের খেয়াল রাখতে হয়—তারা কোন রাজ্যে বসে আছেন। এই বেঞ্চটি এখন পর্যটকদের কাছে একটি জনপ্রিয় সেলফি পয়েন্টে পরিণত হয়েছে, যেখানে মানুষ দুই রাজ্যের সীমারেখায় একসঙ্গে বসে ছবি তোলেন।
advertisement
advertisement
দুই রাজ্যের আইন প্রযোজ্য: যেহেতু নাভাপুর স্টেশন দুটি রাজ্যে বিভক্ত, তাই এখানে দুই রাজ্যের আইনই কার্যকর হয়। যেমন, গুজরাতে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, আবার মহারাষ্ট্রে পানের মশলা ও গুটখা বিক্রি আইনত অপরাধ। যদি কেউ গুজরাতের অংশে মদ বিক্রি করেন অথবা মহারাষ্ট্রের অংশে গুটখা বিক্রি করেন, তাহলে তিনি আইনত অপরাধ করছেন।