Indian Railway Knowledge: এক রাজ্যে টিকিট কাউন্টার, অন্য রাজ্যে স্টেশন মাস্টার, এটাই ভারতের একমাত্র রেল-স্টেশন যা দুই রাজ্যে বিস্তৃত, কোথায় জানেন এই স্টেশন? পড়ুন

Last Updated:
স্টেশনে একটি বেঞ্চ রয়েছে, যার একাংশ মহারাষ্ট্রে এবং অন্য অংশ গুজরাতে
1/7
ভারতীয় রেলকে দেশের প্রাণরেখা বলা হয়। ট্রেন শুধু যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ান যান নয়, ট্রেন একটা বড় ইমোশন। এর সঙ্গে জড়িয়ে বহু নস্টালজিয়া। কত চমকপ্রদ গল্প। প্রতিটা স্ট্রেশনেরই নিজের-নিজের গল্প বলার আছে! যেমন এক অদ্ভুত কাহিনি জড়িয়ে আছে নাভাপুর রেলওয়ে স্টেশনকে ঘিরে।
ভারতীয় রেলকে দেশের প্রাণরেখা বলা হয়। ট্রেন শুধু যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ান যান নয়, ট্রেন একটা বড় ইমোশন। এর সঙ্গে জড়িয়ে বহু নস্টালজিয়া। কত চমকপ্রদ গল্প। প্রতিটা স্ট্রেশনেরই নিজের-নিজের গল্প বলার আছে! যেমন এক অদ্ভুত কাহিনি জড়িয়ে আছে নাভাপুর রেলওয়ে স্টেশনকে ঘিরে।
advertisement
2/7
নাভাপুর রেল স্টেশন ভারতের একমাত্র রেলস্টেশন, যা দুটি রাজ্য—মহারাষ্ট্র ও গুজরাতের মধ্যে বিভক্ত। স্টেশনের প্ল্যাটফর্মে রাখা একটি সাধারণ কাঠের বেঞ্চও দুই রাজ্যের মধ্যে ভাগ করা— বেঞ্চের এক ভাগ মহারাষ্ট্রে, অন্য ভাগ গুজরাতে।

নাভাপুর রেল স্টেশন ভারতের একমাত্র রেলস্টেশন, যা দুটি রাজ্য—মহারাষ্ট্র ও গুজরাতের মধ্যে বিভক্ত। স্টেশনের প্ল্যাটফর্মে রাখা একটি সাধারণ কাঠের বেঞ্চও দুই রাজ্যের মধ্যে ভাগ করা— বেঞ্চের এক ভাগ মহারাষ্ট্রে, অন্য ভাগ গুজরাতে।
advertisement
3/7
নাভাপুর স্টেশনটি ওয়েস্টার্ন রেলওয়ে জোন-এর অন্তর্গত এবং সুরাত-ভুসাবল রেলপথে অবস্থিত। স্টেশনটির এক অংশ মহারাষ্ট্রের নন্দুরবার জেলাতে এবং অন্য অংশ গুজরাতের তাপি জেলায়।

নাভাপুর স্টেশনটি ওয়েস্টার্ন রেলওয়ে জোন-এর অন্তর্গত এবং সুরাত-ভুসাবল রেলপথে অবস্থিত। স্টেশনটির এক অংশ মহারাষ্ট্রের নন্দুরবার জেলাতে এবং অন্য অংশ গুজরাতের তাপি জেলায়।
advertisement
4/7
এই স্টেশনটি গুজরাত-মহারাষ্ট্র বিভাজনের অনেক আগে নির্মিত হয়েছিল এবং রাজ্য বিভাজনের পরেও এর অবস্থানে কোনও পরিবর্তন করা হয়নি।
এই স্টেশনটি গুজরাত-মহারাষ্ট্র বিভাজনের অনেক আগে নির্মিত হয়েছিল এবং রাজ্য বিভাজনের পরেও এর অবস্থানে কোনও পরিবর্তন করা হয়নি।
advertisement
5/7
দুই রাজ্যের মাঝে বিভক্ত বেঞ্চ: স্টেশনে একটি বেঞ্চ রয়েছে, যার একাংশ মহারাষ্ট্রে এবং অন্য অংশ গুজরাতে। এই বেঞ্চে বসা যাত্রীদের খেয়াল রাখতে হয়—তারা কোন রাজ্যে বসে আছেন। এই বেঞ্চটি এখন পর্যটকদের কাছে একটি জনপ্রিয় সেলফি পয়েন্টে পরিণত হয়েছে, যেখানে মানুষ দুই রাজ্যের সীমারেখায় একসঙ্গে বসে ছবি তোলেন।
দুই রাজ্যের মাঝে বিভক্ত বেঞ্চ: স্টেশনে একটি বেঞ্চ রয়েছে, যার একাংশ মহারাষ্ট্রে এবং অন্য অংশ গুজরাতে। এই বেঞ্চে বসা যাত্রীদের খেয়াল রাখতে হয়—তারা কোন রাজ্যে বসে আছেন। এই বেঞ্চটি এখন পর্যটকদের কাছে একটি জনপ্রিয় সেলফি পয়েন্টে পরিণত হয়েছে, যেখানে মানুষ দুই রাজ্যের সীমারেখায় একসঙ্গে বসে ছবি তোলেন।
advertisement
6/7
টিকিট কাউন্টার ও স্টেশন মাস্টারের অনন্য বিভাজন: নাভাপুর স্টেশনের টিকিট কাউন্টারটি মহারাষ্ট্রে অবস্থিত, আর স্টেশন মাস্টারের অফিস পড়েছে গুজরাতে। অর্থাৎ, যাত্রীদের টিকিট কাটতে যেতে হয় মহারাষ্ট্রে, কিন্তু ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে হতে পারে গুজরাতে।
টিকিট কাউন্টার ও স্টেশন মাস্টারের অনন্য বিভাজন: নাভাপুর স্টেশনের টিকিট কাউন্টারটি মহারাষ্ট্রে অবস্থিত, আর স্টেশন মাস্টারের অফিস পড়েছে গুজরাতে। অর্থাৎ, যাত্রীদের টিকিট কাটতে যেতে হয় মহারাষ্ট্রে, কিন্তু ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে হতে পারে গুজরাতে।
advertisement
7/7
দুই রাজ্যের আইন প্রযোজ্য: যেহেতু নাভাপুর স্টেশন দুটি রাজ্যে বিভক্ত, তাই এখানে দুই রাজ্যের আইনই কার্যকর হয়। যেমন, গুজরাতে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, আবার মহারাষ্ট্রে পানের মশলা ও গুটখা বিক্রি আইনত অপরাধ। যদি কেউ গুজরাতের অংশে মদ বিক্রি করেন অথবা মহারাষ্ট্রের অংশে গুটখা বিক্রি করেন, তাহলে তিনি আইনত অপরাধ করছেন।
দুই রাজ্যের আইন প্রযোজ্য: যেহেতু নাভাপুর স্টেশন দুটি রাজ্যে বিভক্ত, তাই এখানে দুই রাজ্যের আইনই কার্যকর হয়। যেমন, গুজরাতে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, আবার মহারাষ্ট্রে পানের মশলা ও গুটখা বিক্রি আইনত অপরাধ। যদি কেউ গুজরাতের অংশে মদ বিক্রি করেন অথবা মহারাষ্ট্রের অংশে গুটখা বিক্রি করেন, তাহলে তিনি আইনত অপরাধ করছেন।
advertisement
advertisement
advertisement