কখন, কোথায় এবং কীভাবে...? রাঁচি থেকে চলাচলকারী প্রথম ট্রেনটির নাম জানেন? এর ইতিহাস লুকিয়ে রয়েছে হাতিয়া ডিআরএম অফিসেই
- Published by:Sanjukta Sarkar
- trending desk
Last Updated:
Indian Rail Knowledge : আসলে রাঁচিতে গেলে সেখানকার হাতিয়া ডিআরএম অফিসের বাগানে একটি ট্রেন দেখা যায়। ইঞ্জিন এবং তিনটি বগি-সহ দাঁড়িয়ে থাকা এই ট্রেনটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাখা হয়েছে, এমনটা কিন্তু নয়।
advertisement
advertisement
advertisement
অনেক পথচারীই এই বাগানটির পাশ দিয়ে যাতায়াত করেন। কিন্তু তাঁরা বুঝতে পারেন না যে, কেন ট্রেনটিকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আসলে এটি সেই একই ট্রেন, যা ১৯১৩ সালের ৬ অক্টোবর প্রথম বারের মতো রাঁচি থেকে লোহারদাগা পর্যন্ত চলাচল করেছিল। এটি রাঁচি-লোহারদাগা রেলপথের একটি অংশ ছিল, যা আগে ন্যারোগেজ ছিল। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
রেলওয়ের ইতিহাস:
রাঁচি রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম শুচি সিং Local 18-কে বলেন যে, এটি রেলওয়ের ইতিহাস প্রদর্শন করে। এটি রেলওয়ের একটি ঐতিহ্য। এটি অফিসের বাগানে রাখা রয়েছে, যাতে এখানে আসা মানুষজন এটি চাক্ষুষ করতে পারেন। আর তাঁরা বুঝতে পারেন যে, ট্রেনটি শুরুতে কেমন ছিল, আর কীভাবেই বা এই ট্রেনটি একটি সিঙ্গেল লাইনে চলাচল করত। যাতে এর স্মৃতি মানুষের মন থেকে মুছে না যায়, তার জন্যই মূলত এই ট্রেনটিকে এখানে একটি প্রতীক হিসেবে রাখা হয়েছে। Representative Image
রাঁচি রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম শুচি সিং Local 18-কে বলেন যে, এটি রেলওয়ের ইতিহাস প্রদর্শন করে। এটি রেলওয়ের একটি ঐতিহ্য। এটি অফিসের বাগানে রাখা রয়েছে, যাতে এখানে আসা মানুষজন এটি চাক্ষুষ করতে পারেন। আর তাঁরা বুঝতে পারেন যে, ট্রেনটি শুরুতে কেমন ছিল, আর কীভাবেই বা এই ট্রেনটি একটি সিঙ্গেল লাইনে চলাচল করত। যাতে এর স্মৃতি মানুষের মন থেকে মুছে না যায়, তার জন্যই মূলত এই ট্রেনটিকে এখানে একটি প্রতীক হিসেবে রাখা হয়েছে। Representative Image