ফুলশয্যার রাতে 'গোপনে' ননদের ঘরে ঢুকল কনে..., এমন 'স্ক্যান্ডাল' ঘটে গেল! মুখে 'রা' করতে পারলেন না স্বামী

Last Updated:
Husband Wife Viral Story: ফুলশয্যার রাতে, বর তাঁর কনের জন্য অপেক্ষা করছিল। সেইসময় কনে হঠাৎ গিয়ে ঢোকেন তাঁর ননদের ঘরে। এরপর যা ঘটে গেল তা গোটা পরিবারকে নিমেষে হতবাক করে দিল। এমনকি দিশাহীন হতম্ভব অবস্থায় ফেলে দিল বরকেও।
1/9
বিয়ের মরশুম চলছে। আর এই মরশুমে বিয়ের নানা মুহূর্তের নানা ধরণের ছবি ও ভিডিও যেমন দেদার পোস্ট ও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঠিক তেমনই আবার এমন অনেক ঘটনা সামনে উঠে আসছে যা চমকে দিচ্ছে নেটিজেনদের।
বিয়ের মরশুম চলছে। আর এই মরশুমে বিয়ের নানা মুহূর্তের নানা ধরণের ছবি ও ভিডিও যেমন দেদার পোস্ট ও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঠিক তেমনই আবার এমন অনেক ঘটনা সামনে উঠে আসছে যা চমকে দিচ্ছে নেটিজেনদের।
advertisement
2/9
এবার এমনই একটি ঘটনা শোনা গেল লখনউতে। বিয়ের পর বর তার কনেকে ধুমধাম করে নিয়ে এল শ্বশুরবাড়ি। সেখানে বাড়ির সকলে কনেকে জাঁকজমকের সঙ্গে স্বাগত জানালেন। কিন্তু কনের মনে তখন যে কী চলছিল তা কেউ জানত না।
এবার এমনই একটি ঘটনা শোনা গেল লখনউতে। বিয়ের পর বর তার কনেকে ধুমধাম করে নিয়ে এল শ্বশুরবাড়ি। সেখানে বাড়ির সকলে কনেকে জাঁকজমকের সঙ্গে স্বাগত জানালেন। কিন্তু কনের মনে তখন যে কী চলছিল তা কেউ জানত না।
advertisement
3/9
ফুলশয্যার রাতে, বর তাঁর কনের জন্য অপেক্ষা করছিল। সেইসময় কনে হঠাৎ গিয়ে ঢোকেন তাঁর ননদের ঘরে। এরপর যা ঘটে গেল তা গোটা পরিবারকে নিমেষে হতবাক করে দিল। এমনকি দিশাহীন হতম্ভব অবস্থায় ফেলে দিল বরকেও।
ফুলশয্যার রাতে, বর তাঁর কনের জন্য অপেক্ষা করছিল। সেইসময় কনে হঠাৎ গিয়ে ঢোকেন তাঁর ননদের ঘরে। এরপর যা ঘটে গেল তা গোটা পরিবারকে নিমেষে হতবাক করে দিল। এমনকি দিশাহীন হতম্ভব অবস্থায় ফেলে দিল বরকেও।
advertisement
4/9
এই ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ঘুগলি থানা এলাকার। রামপুর বলডিহায় বসবাসকারী মনীশ ১ ফেব্রুয়ারি কোঠিবার থানা এলাকার এক মেয়েকে বিয়ে করেন। ৩ ফেব্রুয়ারি, কনে তার শ্বশুরবাড়িতে পৌঁছয়।
এই ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ঘুগলি থানা এলাকার। রামপুর বলডিহায় বসবাসকারী মনীশ ১ ফেব্রুয়ারি কোঠিবার থানা এলাকার এক মেয়েকে বিয়ে করেন। ৩ ফেব্রুয়ারি, কনে তার শ্বশুরবাড়িতে পৌঁছয়।
advertisement
5/9
সেখানে প্রথামাফিক তাঁকে ধুমধামের সঙ্গে স্বাগত জানানো হয়। তারপর এল সেই বিশেষ রাত। ফুলশয্যার সেই প্রথম রাত। কনে বরকে বলল যে সে তাঁর ননদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। বর ও অপেক্ষায় প্রহর গুনছেন।
সেখানে প্রথামাফিক তাঁকে ধুমধামের সঙ্গে স্বাগত জানানো হয়। তারপর এল সেই বিশেষ রাত। ফুলশয্যার সেই প্রথম রাত। কনে বরকে বলল যে সে তাঁর ননদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। বর ও অপেক্ষায় প্রহর গুনছেন।
advertisement
6/9
কিছুক্ষণ পর, কনের দেরি দেখে বর পৌঁছয় বোনের ঘরে। সেখানে কিন্তু তার দেখা মেলে না। পরের দিন, বর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কনের দেখা পেলেন না। সেই ঘরে বা গোটা বাড়িতে কোথাও কনে ছিল না। এরপরই গোটা ঘটনা বর তাঁর পরিবারকে জানালে সবাই মিলে কনেকে খুঁজতে শুরু করে দেয়।
কিছুক্ষণ পর, কনের দেরি দেখে বর পৌঁছয় বোনের ঘরে। সেখানে কিন্তু তার দেখা মেলে না। পরের দিন, বর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কনের দেখা পেলেন না। সেই ঘরে বা গোটা বাড়িতে কোথাও কনে ছিল না। এরপরই গোটা ঘটনা বর তাঁর পরিবারকে জানালে সবাই মিলে কনেকে খুঁজতে শুরু করে দেয়।
advertisement
7/9
বরের পরিবার কনের বাবা-মাকে ফোন করে। কিন্তু তাঁর বাবা-মাও কনের ঠিকানা সম্পর্কে কোনও আলোকপাত করতে পারেননি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে জানা গেল যে কনে সমস্ত গয়না এবং নগদ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়েছে।
বরের পরিবার কনের বাবা-মাকে ফোন করে। কিন্তু তাঁর বাবা-মাও কনের ঠিকানা সম্পর্কে কোনও আলোকপাত করতে পারেননি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে জানা গেল যে কনে সমস্ত গয়না এবং নগদ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়েছে।
advertisement
8/9
শুধু তাই নয়, নিজের গয়নার পাশাপাশি সে তার ননদেরও সব গয়না নিয়ে গায়েব হয়ে গিয়েছে। গোটা ঘটনায় কার্যত ভেঙে পড়েন স্বামী। ভুক্তভোগী স্বামী কনের পাশাপাশি পরিবারের বিরুদ্ধেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন।
শুধু তাই নয়, নিজের গয়নার পাশাপাশি সে তার ননদেরও সব গয়না নিয়ে গায়েব হয়ে গিয়েছে। গোটা ঘটনায় কার্যত ভেঙে পড়েন স্বামী। ভুক্তভোগী স্বামী কনের পাশাপাশি পরিবারের বিরুদ্ধেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন।
advertisement
9/9
এই ক্ষেত্রে, মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, রামপুর বলডিহার এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন যে তার বিয়ে কোঠিবার থানা এলাকায় হয়েছিল। কিন্তু বিয়ের পর, স্ত্রী তার শ্বশুরবাড়ি থেকে গয়না ইত্যাদি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে, অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। কনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
এই ক্ষেত্রে, মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, রামপুর বলডিহার এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন যে তার বিয়ে কোঠিবার থানা এলাকায় হয়েছিল। কিন্তু বিয়ের পর, স্ত্রী তার শ্বশুরবাড়ি থেকে গয়না ইত্যাদি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে, অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। কনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
advertisement