হুইস্কিতে জল মিশিয়ে খান? নাকি নিট? ঠিক কতটা পরিমাণ জল আর বরফ আপনার পানীয়কে করে তুলবে অতুলনীয়?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সামনেই আসছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই সুরাপ্রেমীদের সোনায় সোহাগা। কিন্তু, জানেন কী হুইস্কির মাত্রায় ঠিক কতটা পরিমাণ জল মেশাতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই গবেষণা অনুযায়ী, হুইস্কিতে অল্প পরিমাণে জল মিশিয়ে খাওয়া উচিত। অর্থাৎ ৬০ এমএল হুইস্কিতে ২০% মানে ১২ এমএল জল মিশিয়ে খেলে তা স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে।
কিন্তু, যদি বেশি জল মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ ২০% -এর বেশি জল স্বাদ-গন্ধ মিলেমিশে যায়। এরফলে তা স্বাদে গন্ধে প্রভাব ফেলে।
সবশেষে হুইস্কি খাওয়ার কোনও গোল্ডেন রুল নেই। যেমন খুশি খেয়ে তা আপনার স্বাদে গন্ধে ভরপুর করে তোলে সেটাই অপরিহার্য।
কিন্তু, যদি বেশি জল মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ ২০% -এর বেশি জল স্বাদ-গন্ধ মিলেমিশে যায়। এরফলে তা স্বাদে গন্ধে প্রভাব ফেলে।
সবশেষে হুইস্কি খাওয়ার কোনও গোল্ডেন রুল নেই। যেমন খুশি খেয়ে তা আপনার স্বাদে গন্ধে ভরপুর করে তোলে সেটাই অপরিহার্য।