হুইস্কিতে জল মিশিয়ে খান? নাকি নিট? ঠিক কতটা পরিমাণ জল আর বরফ আপনার পানীয়কে করে তুলবে অতুলনীয়?

Last Updated:
সামনেই আসছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই সুরাপ্রেমীদের সোনায় সোহাগা। কিন্তু, জানেন কী হুইস্কির মাত্রায় ঠিক কতটা পরিমাণ জল মেশাতে হবে।
1/5
হুইস্কি কী: হুইস্কি একটি ডিস্টিল করা অ্যালকোহলিক পানীয়, যা বিভিন্ন ধরনের শস্য থেকে তৈরি করা হয়। এই শস্য ফার্মেন্ট করে তা থেকে তরল নিষ্কাশন করা হয় এবং পরে কাঠের ব্যারেলে তা দীর্ঘ সময় ধরে পরিপক্ক করা হয়। হুইস্কির বিভিন্ন রকমফের রয়েছে, যেমন: বোরবন, স্কচ, আইরিশ হুইস্কি, জাপানি হুইস্কি। প্রতিটি হুইস্কির স্বাদ ও চরিত্র নির্ভর করে ব্যবহৃত শস্যের ধরন ও উৎপাদন প্রক্রিয়ার ওপর। যেমন স্কচ সাধারণত মল্টেড বার্লি দিয়ে তৈরি হয়, আর বোরবনে প্রধানত ভুট্টা ব্যবহার করা হয়।
সামনেই আসছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই সুরাপ্রেমীদের সোনায় সোহাগা। কিন্তু, জানেন কী হুইস্কির মাত্রায় ঠিক কতটা পরিমাণ জল মেশাতে হবে।
advertisement
2/5
তাই কোনও বার বা ক্লাবে গিয়ে যদি আপনি ‘স্কচ’ অর্ডার করেন, বেশিরভাগ সময় হুইস্কিই পরিবেশিত হবে। তাই আগে বোঝা জরুরি, হুইস্কি ও স্কচ কী এবং কীভাবে তাদের আলাদা করা যায়।
সুইডিশ স্টাডি অনুযায়ী, হুইস্কির সঙ্গে সঠিক পরিমাণে জল মেশালে তবেই তা উপযুক্ত হয়। স্কচ হুইস্কিতে ২০% আধ পরিমাণ হুইস্কি এবং আধ পরিমাণ জল মেশালে তা স্বাদে গন্ধে উপযুক্ত হয়।
advertisement
3/5
এক গ্লাস মদ মেটাবোলাইজ করতে লিভারের সময় লাগে ১ ঘণ্টা। তবে লিঙ্গ, ওজন, বেসাল মেটাবলিজম রেট-এর উপর এই অনুপাত কমবেশি হতে পারে। মদ্যাপনের ১২ ঘণ্টা পর পর্যন্ত সাধারণ ইউরিন টেস্ট-এ ধরা পড়ে। তবে অত্যাধুনিক ইউরিন টেস্টের মাধ্যমে আজকাল মদ্যপানের ২৪ ঘণ্টা পর পর্যন্ত অ্যালকোহল ধরা পড়ে।
এবারে বরফের বিষয়ে আসা যাক, বরফের বিষয়টি, বরফের ক্ষেত্রে ভারতের আবহাওয়ায় বরফের সঙ্গে হুইস্কি খাওয়া যেতেই পারে।
advertisement
4/5
সিঙ্গেল মল্ট হুইস্কি কীভাবে উপভোগ করতে হয়? নিট হিসেবেই সবথেকে ভাল সিঙ্গেল মল্ট। সঙ্গে শুধু কয়েক ফোঁটা জল মেশাতে হবে অথবা ওভার আইস এটি পরিবেশন করাই ভাল। উচ্চমানের হুইস্কি গ্লাস ব্যবহার করতে হবে এবং ধীরে ধীরে চুমুক দিতে হবে। তাতে স্বাদ এবং গন্ধ পাওয়া যায়। আবার কেউ কেউ এটিকে প্রিমিয়াম ককটেলের সঙ্গে উপভোগ করেন। (Representative Image)
অনেকেই মনে করেন হুইস্কি জলের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। কিন্তু, বিজ্ঞান অনুযায়ী ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি তা ভুল প্রমাণ করেছে।
advertisement
5/5
ভারতীয় হুইস্কির ঐতিহাসিক শিকড়: ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কালে হুইস্কির সঙ্গে পরিচয় ঘটেছিল ভারতের। ব্রিটিশ অভিবাসীদের মধ্যে দ্রুত এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। বহু বছর ধরে অ্যাফোর্ডেবিলিটি আর স্কেলের উপর বেশি মনোযোগ দিয়েছিল ভারতীয় হুইস্কি। কখনও কখনও গ্রেনের পরিবর্তে এতে মোলাসেস ব্যবহার করা হত। যার জেরে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তা হুইস্কি হিসেবে মান্যতা পেত না। ২০০০-এর গোড়ার দিকে চিত্রটা বদলায়। আসলে ওই সময় Amrut Distillery ভারতের প্রথম খাঁটি সিঙ্গেল মল্ট চালু করে। এক নতুন যুগের সূচনা হয়। ইকোনমিক লিবারেলাইজেশন এবং শহুরে মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি প্রিমিয়াম, গ্রেন-ভিত্তিক হুইস্কির চাহিদা বৃদ্ধিতে সহায়তা করেছিল। (Representative Image)
এই গবেষণা অনুযায়ী, হুইস্কিতে অল্প পরিমাণে জল মিশিয়ে খাওয়া উচিত। অর্থাৎ ৬০ এমএল হুইস্কিতে ২০% মানে ১২ এমএল জল মিশিয়ে খেলে তা স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে।
কিন্তু, যদি বেশি জল মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ ২০% -এর বেশি জল স্বাদ-গন্ধ মিলেমিশে যায়। এরফলে তা স্বাদে গন্ধে প্রভাব ফেলে।
সবশেষে হুইস্কি খাওয়ার কোনও গোল্ডেন রুল নেই। যেমন খুশি খেয়ে তা আপনার স্বাদে গন্ধে ভরপুর করে তোলে সেটাই অপরিহার্য।
advertisement
advertisement
advertisement