Snake Bite: সাপের ছোবলে কতটা বিষ থাকে? জেনে নিন নিশ্চিত মৃত্যু থেকে বাঁচার উপায়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সাপ ক্যাচার মহাদেব প্যাটেল জানান, সাপ কতটা বিষ তৈরি করতে পারে, তা নির্ভর করে সাপের প্রজাতির উপর৷ তিনি আরও জানান, এই বিষ আসলে প্রোটিন, এনজাইম ও টক্সিনের মিশ্রণ৷
সাপ মানেই যেন একটা ভয়ের ছবি৷ সাপের বিষে ভারতবর্ষে বিশেষ করে বর্ষাতে অনেক মানুষের মৃত্যুর খবর আসে৷ ‘সাপের কামড়ে মৃত্যু’ এই শীরোনাম বর্ষাকালে প্রায়ই দেখা যায়৷ তবে কামড় নয়, সাপের বিষই সাধারণত মৃত্যুর কারণ৷ কতটা বিষ থাকে সাপের শরীরে? অনেকদিনের সাপ ক্যাচার মহাদেব প্যাটেল জানান, সাপ কতটা বিষ তৈরি করতে পারে, তা নির্ভর করে সাপের প্রজাতির উপর৷ তিনি আরও জানান, এই বিষ আসলে প্রোটিন, এনজাইম ও টক্সিনের মিশ্রণ৷
advertisement
advertisement
advertisement
advertisement