

রাগ বা ক্রোধ হচ্ছে প্রাণিক সত্ত্বা। রাগকে এক এক রাশি এক এক রকম ভাবে মোকাবিলা করে। রাশিগুলোর প্রকৃতি এক এক রকম। তাই রাগের দ্বারা সম্পৃক্ত হলে রাশি অনুযায়ী বিভিন্ন আচরণ প্রকাশ পায়। (Photo collected)


মেষ রাশি: রেগে গেলে মেষের জাতক/জাতিকা যেন বলে, ‘তোকে মেরে ফেলব বা খুন করে ফেলব’। (Photo collected)


রেগে গেলে কন্যার জাতক/জাতিকারা চিৎকার না করে অন্য পথ অবলম্বন করে। বেশির ভাগ ক্ষেত্রে কোনও কথা না বলে মুখ গম্ভীর করে থাকে। (Photo collected)


তুলা রাশির জাতক/জাতিকারা সহজে রাগে না। তবে ক্ষেত্র বিশেষে তুলার জাতক এবং জাতিকার মধ্যে জাতিকারা রেগে গেলে হঠাৎ করে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে বাড়ির লোকের দৃষ্টি আকর্ষণ করে থাকে। (Photo collected)


বৃশ্চিক রাশির রাগ সহজে যেতে চায় না। রেগে গেলে বৃশ্চিক রাশির মানুষ খুন পর্যন্ত করতে পারে। (Photo collected)


মকর এমনিতে শান্ত স্বভাবের। কিন্তু রেগে গেলে যার সঙ্গে রাগারাগি, তাকে মেরেও ফেলতে পারে। (Photo collected)


রেগে গেলে কুম্ভের জাতক/জাতিকারা অদ্ভুত আচরণ করে। কখনও কোনও কিছু হাতে নিয়ে চিৎকার করে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কখনও নাগাড়ে চিৎকার করে চলে। (Photo collected)


রেগে গেলে মীনের জাতক/জাতিকারা দুম করে বিছানায় শুয়ে পড়ে; বিশেষ করে মীনের জাতিকারা প্রায়ই এটা করে থাকে। (Photo collected)