Hotel Facts: হোটেলে তো যান? কখনও কি ভেবে দেখেছেন হোটেলের রুমের জানালা কেন বন্ধ থাকে? ৯৯% মানুষই জানেন না আসল কারণ, শুনলে আঁতকে উঠবেন, গ্যারান্টি...!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hotel Facts: বেশিরভাগ হোটেলের ঘরের জানালা সবসময় বন্ধ থাকে এবং অতিথিরা সেগুলো খুলতে পর্যন্ত পারে না। এর পেছনে রয়েছে এক বিরাট কারণ৷ যা শুনলে আঁতকে উঠবেন আপনি৷
advertisement
advertisement
মেন্টাল ফ্লস ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুসারে, বেশিরভাগ দেশে হোটেলের ঘরের জানালাগুলি সিল করে রাখা হয় যাতে সেগুলি খোলা না যায়। মানুষ কেবল কাচের ভেতর দিয়ে বাইরেরটা দেখতে পায়। অনেক সময় অতিথিরা নিজেরাই এমন ঘর চান যার জানালা খোলা থাকে কারণ মাঝে মাঝে ঘরে দম বন্ধ হয়ে আসে। তাহলে হোটেলগুলোর জানালা কেন বন্ধ রাখে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও ঘরের তাপমাত্রা বজায় রাখার জন্য জানালা খোলা থাকে না। কোনও দুর্ঘটনার দায় না নেওয়া ছাড়াও, হোটেল মালিকরা তাদের বিদ্যুৎ বিলও বাড়াতে চান না। এই কারণে তারা জানালা খোলে না। আসলে, হোটেলের ঘরের তাপমাত্রা ঠান্ডা এবং তাপ অনুসারে স্থির থাকে। জানালা খোলা থাকলে তাপমাত্রার পরিবর্তন হবে। আরেকটি কারণ হল,পোকামাকড় বাইরে থেকেও ঘরে ঢুকে যেতে পারে, সেখান থেকেও দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকে।
