'আই লাভ ইউ...' পাকিস্তানি এজেন্টের সৌন্দর্যে মজে ভারতীয় যুবক! প্রেমের ফাঁদে কী ভাবে হলেন ISI গুপ্তচর? শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
UP Honeytrap: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হানিট্র্যাপে ফেঁসে গিয়েছিলেন রবীন্দ্র। একদিন হঠাৎই তার কাছে ফেসবুক আইডি ‘নেহা শর্মা’ থেকে বন্ধুত্বের অনুরোধ আসে। কথাবার্তা বাড়তে থাকে মেসেঞ্জারে, এবং ধীরে ধীরে ‘নেহা’ জানায়, সে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সঙ্গে যুক্ত। তার পর?
advertisement
advertisement
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হানিট্র্যাপে ফেঁসে গিয়েছিলেন রবীন্দ্র। একদিন হঠাৎই তার কাছে ফেসবুক আইডি ‘নেহা শর্মা’ থেকে বন্ধুত্বের অনুরোধ আসে। কথাবার্তা বাড়তে থাকে মেসেঞ্জারে, এবং ধীরে ধীরে ‘নেহা’ জানায়, সে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সঙ্গে যুক্ত। এরপর ফোন নম্বর বিনিময় হয় এবং তাদের কথোপকথন প্রেমের পর্যায়ে পৌঁছায়। (Represental Image)
advertisement
রবীন্দ্র ও নেহা রাতভর কথা বলত, এমনকি ভিডিও কলও করত। কিছুদিন পর ‘নেহা’ তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে জানায়, ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোই তার কাজ। পরিবর্তে, সে রবীন্দ্রকে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রেমের ফাঁদে পড়ে রবীন্দ্রও গুরুত্বপূর্ণ তথ্য দিতে শুরু করে। (Represental Image)
advertisement
advertisement
advertisement
advertisement
জুলাই ২০২৩: গাজিয়াবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনট্রাক্ট কর্মী নবীন পাল গ্রেফতার হন। এক নারীকে গোপন তথ্য পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মে ২০২৩: গোয়ার নেভাল শিপইয়ার্ডের কর্মী রাম সিংহ পাকিস্তানের এক নারী এজেন্টকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ছবি ও ভিডিও পাঠান। সেপ্টেম্বর ২০২৩:লখনউ থেকে শৈলেশ কুমার ওরফে শৈলেন্দ্র সিংহ চৌহানকে গ্রেফতার করা হয়। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানকে দিচ্ছিলেন। (Represental Image)
advertisement
ADG নীলাভজা চৌধুরী জানিয়েছেন, রবীন্দ্র যে অস্ত্র কারখানায় কাজ করতেন, সেটি বর্তমানে ভারতের মহাকাশ মিশন ‘গগনযান’ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কী ধরনের তথ্য পাচার হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রেমের ফাঁদে পড়ে দেশদ্রোহিতার পথ বেছে নেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বারবার এই কৌশল অবলম্বন করছে, আর কিছু ভারতীয় কর্মচারী সেই ফাঁদে পড়ে দেশের সুরক্ষাকে বিপন্ন করছে! (Represental Image)