এই ৫টি হনুমান মন্ত্র পাঠ করুন, জীবন থেকে সমস্ত দুঃখ-দুর্দশা ঘুচে যাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হনুমান চলিশায় মোট ৪০ টি চৌপাই আছে। তার মধ্যে ৫ টি চৌপাইের বিশেষ ক্ষমতা আছে
advertisement
এই হনুমান চলিশায় মোট ৪০ টি চৌপাই আছে। তার মধ্যে ৫ টি চৌপাইের বিশেষ ক্ষমতা আছে। বলা হয় এই ৫ টি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য, সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে। হনুমান সারাজীবন ছিলেন প্রভু রামের ভক্ত। মাতা সীতার আশীের্বাদে হনুমান অমর হাওয়ার বর পেয়েছিলেন। তাই কেউ যদি এই হনুমান চলিশা মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে। হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু রামের আগে হনুমানের পুজো করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
