General Knowledge: জানেন মহাবিশ্বের কোথায় প্রথম সূর্য ওঠে? না না জাপান নয়, নামটা শুনলে অবাক হবেন
- Published by:Ratnadeep Ray
Last Updated:
General Knowledge: জাপানকে প্রায়ই সূর্যোদয়ের দেশ বলা হয় কারণ সেখানে নাকি সূর্য প্রথমে ওঠে, কিন্তু এটি সম্পূর্ণ সঠিক নয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলো আসলে প্রথম সূর্যোদয় দেখে।
advertisement
বিশ্বে যে দেশে সূর্য প্রথম উদিত হয় তা হলো কিরিবাটি, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি সবচেয়ে দূরবর্তী এবং বিচ্ছিন্ন দেশগুলোর একটি, যার ৩৩টি প্রবাল প্রাচীর ৩.৫ মিলিয়ন বর্গকিলোমিটারের বেশি এলাকায় বিস্তৃত। মজার বিষয় হলো, কিরিবাতি সমুদ্র রেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা উভয়কেই অতিক্রম করে। এর পূর্বতম বিন্দু, মিলেনিয়াম দ্বীপ, প্রতিদিন বিশ্বের প্রথম সূর্যোদয় দেখার স্থান।
advertisement
এটি সবসময় এমন ছিল না। ১৯৯৫ সালের আগে, আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির মধ্য দিয়ে চলত। ফলে দেশের পশ্চিম অংশের দ্বীপগুলো পূর্ব অংশের একদিন আগে ছিল, যা প্রশাসনিক বিভ্রান্তি সৃষ্টি করত। এই সমস্যার সমাধান করতে, কিরিবাতি সরকার ১৯৯৫ সালে তারিখ রেখাটি পূর্ব দিকে সরিয়ে দেয়, পুরো দেশকে এক তারিখের অধীনে একত্রিত করে।
advertisement
advertisement
