Knowledge Story: লুডো তো খেলেছেন! কিন্তু লুডো খেলা কবে-কোথায় প্রথম শুরু হয় জানা আছে কি?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story: এই লুডো খেলা কবে শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। জনপ্রিয় খেলা হলেও লুডোর ইতিহাস জানেন না অনেকেই।
advertisement
advertisement
ইতিহাসের বিভিন্ন গুহাচিত্রে লুডো খেলার নিদর্শন পাওয়া গেছে। যার থেকে আনুমানিক একটা ধারণা করা সম্ভব হয়। বর্তমানে আমরা যে লুডো খেলি প্রাচীনকালে লুডো তার থেকে একটু আলাদা ধরনের ছিল। এই খেলার প্রথম নিদর্শন পাওয়া যায় মহারাষ্ট্রের ইলোরা গুহা থেকে। এই গুহার দেয়ালে চিত্রিত ছিল লুডোর ছক। ইলোরার গুহায় অঙ্কিত প্রাচীন লুডোর ছবি ও আধুনিক যুগের লুডোর পার্থক্য অনেকটাই। (ছবি: সংগৃহীত)
advertisement
প্রাচীনকালে এটি খেলার জন্য নির্দিষ্ট কোন বোর্ডে, গুটি অথবা ডাইস ব্যবহার হতো না। সে সময় লুডো খেলা হতো হাতে তৈরি কাপড় বা স্লেটের উপরে এবং গুটির পরিবর্তে ব্যবহার করা হতো বীজ অথবা কোনো কিছুর বাইরে আস্তরণ বা বিভিন্ন আকারের পাথরের। কয়েকশো বছর ধরে এই সমস্ত কিছুর পরিবর্তন করতে করতেই এই খেলা আধুনিক পর্যায় পৌঁছেছে। (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement
advertisement