South Dinajpur News: উপহারের খামে কেন ১ টাকা থাকে! কেনই বা দক্ষিণাতে ১ টাকা দেওয়ার রীতি জানেন? 

Last Updated:
উৎসবে উপহার হিসেবে অনেকেই টাকা দেন। এই টাকার অঙ্কের সঙ্গে ১ টাকা জুড়ে দেওয়ার রীতি রয়েছে। কেউ দক্ষিণা হিসেবে ৫০০ টাকা দেন। কিন্তু তার সঙ্গে সবসময় ১ টাকা বেশি দিতে বলা হয়। 
1/5
হিন্দুরীতি অনুসারে মনে করা হয়, যে কোনও শুভ জিনিসের সূচনা ১ দিয়ে হয়। সংখ্যাতত্ত্ব অনুসারেও তাই ধরা হয়। তাই অর্থের এই দানকে শুভ করতে একটা শেষে জোড়া হয়। এতে যেকোনও কাজ শুভ হয় বলে মনে করা হয়।
হিন্দুরীতি অনুসারে মনে করা হয়, যে কোনও শুভ জিনিসের সূচনা ১ দিয়ে হয়। সংখ্যাতত্ত্ব অনুসারেও তাই ধরা হয়। তাই অর্থের এই দানকে শুভ করতে একটা শেষে জোড়া হয়। এতে যেকোনও কাজ শুভ হয় বলে মনে করা হয়।
advertisement
2/5
জ্যোতিষবিদ সুকুমার রায় জানান,
জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, "ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়েছিলেন। দুঃসময়েও তাতে কিছু না কিছু অন্ন বেঁচে থাকবে। এমনই আশীর্বাদ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ১ টাকাকে অনেকে সেই অক্ষয় পাত্রের আদলেই ধরে নেন। যার অর্থ দুঃসময় এলেও টাকা ফুরোবে না।"
advertisement
3/5
সামাজিক সম্পর্ক জোরদার করতে ১ টাকা দেওয়া হয় বলে মনে করেন কেউ কেউ। এই এক টাকাকে দাতার তরফে ‘ঋণ’ হিসেবে ধরা হয়।
সামাজিক সম্পর্ক জোরদার করতে ১ টাকা দেওয়া হয় বলে মনে করেন কেউ কেউ। এই এক টাকাকে দাতার তরফে ‘ঋণ’ হিসেবে ধরা হয়।
advertisement
4/5
১ টাকা শুধুই টাকাকে বোঝায় না, বরং এটি এক হয়ে থাকাকেও বোঝায়। বাঁধা বিপত্তি, প্রতিকূলতা আসবেই। কিন্তু সেগুলিকে অতিক্রমও করতে হবে।
১ টাকা শুধুই টাকাকে বোঝায় না, বরং এটি এক হয়ে থাকাকেও বোঝায়। বাঁধা বিপত্তি, প্রতিকূলতা আসবেই। কিন্তু সেগুলিকে অতিক্রমও করতে হবে।
advertisement
5/5
এক সময় সোনা বা রুপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। ১ কে কোনও কিছুর আরম্ভ বা সূচনা হিসাবে নেওয়া হয়। ইতিবাচক মনে করেই এই ১ টাকা দেওয়ার চল রয়েছে।
এক সময় সোনা বা রুপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। ১ কে কোনও কিছুর আরম্ভ বা সূচনা হিসাবে নেওয়া হয়। ইতিবাচক মনে করেই এই ১ টাকা দেওয়ার চল রয়েছে।
advertisement
advertisement
advertisement