Fun Facts: কখনও বদলায়নি ব্লেডের ডিজাইন, সেই শুরু থেকে পৃথিবীর সব ব্লেডের এক মাপ, এক নকশা,কারণটা জানলে চমকে যাবেন

Last Updated:
গত একশো বছরেও ব্লেড একইরকম দেখতে থেকে গিয়েছে। ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনওই বদলায়নি। কিন্তু কেন?
1/5
গোঁফ-দাড়ি কাটা থেকে পেনসিল কাটা...গেরস্থালির অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল ব্লেড। ব্লেড বলতেই প্রথম মনে আসে জিলেট-এর কথা।
গোঁফ-দাড়ি কাটা থেকে পেনসিল কাটা...গেরস্থালির অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল ব্লেড। ব্লেড বলতেই প্রথম মনে আসে জিলেট-এর কথা।
advertisement
2/5
ভারতে নয়ের দশক থেকে এই আন্তর্জাতিক ব্লেড প্রস্তুতকারক কোম্পানি ব্লেড তৈরি করে আসছে। তবে এখন বহু দেশীয় সংস্থা-ও ব্লেড তৈরি করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, বাজারে উপলব্ধ সব ব্লেডই একরকম দেখতে। ব্লেডের মাঝখানের নকশা সব ব্লেডে একই রকম। তা সে যে সংস্থার ব্লেড-ই হোক না কেন। কখনও ভেবেছেন, কেন এরকম হয়?
ভারতে নয়ের দশক থেকে এই আন্তর্জাতিক ব্লেড প্রস্তুতকারক কোম্পানি ব্লেড তৈরি করে আসছে। তবে এখন বহু দেশীয় সংস্থা-ও ব্লেড তৈরি করে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, বাজারে উপলব্ধ সব ব্লেডই একরকম দেখতে। ব্লেডের মাঝখানের নকশা সব ব্লেডে একই রকম। তা সে যে সংস্থার ব্লেড-ই হোক না কেন। কখনও ভেবেছেন, কেন এরকম হয়?
advertisement
3/5
১৯০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পথচলা শুরু করে বিশ্ব বিখ্যাত ব্লেড প্রস্তুতকারক সংস্থা জিলেট। ১৯০৪ সালে তারা বাজারে আনে ‘কিং ক্যাম্প’ নামের একটি ব্লেড। কিং ক্যাম্প জিলেট (King Camp Gillette) আসলে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্ণধার। তাঁর নামেই সংস্থা, তাঁর নামেই ব্র্যান্ড যা দ্রুত জনপ্রিয় হয়।
১৯০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পথচলা শুরু করে বিশ্ব বিখ্যাত ব্লেড প্রস্তুতকারক সংস্থা জিলেট। ১৯০৪ সালে তারা বাজারে আনে ‘কিং ক্যাম্প’ নামের একটি ব্লেড। কিং ক্যাম্প জিলেট (King Camp Gillette) আসলে কোম্পানির প্রতিষ্ঠাতা কর্ণধার। তাঁর নামেই সংস্থা, তাঁর নামেই ব্র্যান্ড যা দ্রুত জনপ্রিয় হয়।
advertisement
4/5
কিন্তু জিলেটের পর বাজারে বহু সংস্থা এসেছে যারা ব্লেড বানিয়েছে। কিন্তু সব ব্লেড-ই এক নকশার, এক মাপের। প্রতিটা ব্লেড-ই দেখতে জিলেটের প্রথম শুরু করা ব্লেডের মতো। গত একশো বছরেও ব্লেড একইরকম দেখতে থেকে গিয়েছে। ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনওই বদলায়নি। কিন্তু কেন?
কিন্তু জিলেটের পর বাজারে বহু সংস্থা এসেছে যারা ব্লেড বানিয়েছে। কিন্তু সব ব্লেড-ই এক নকশার, এক মাপের। প্রতিটা ব্লেড-ই দেখতে জিলেটের প্রথম শুরু করা ব্লেডের মতো। গত একশো বছরেও ব্লেড একইরকম দেখতে থেকে গিয়েছে। ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনওই বদলায়নি। কিন্তু কেন?
advertisement
5/5
১১৬-১১৭ বছর আগে রেজারের হাতলের সঙ্গে ব্লেড আটকানোর জন্য স্ক্রু বা নাট-বল্টুর ব্যবহার করা হতো। আর সেই জন্যই ব্লেডের মাঝখানে ফাঁকা অংশ রেখেছিল জিলেট। পরবর্তীতে সেই নকশা জনপ্রিয় হয়ে ওঠে। শেভিং ব্লেড মানেই ওই আকৃতি ও মাপকেই বুঝত গ্রাহক। কাজেই জিলেট ছাড়াও অন্য ব্লেড প্রস্তুকারক সংস্থা বাজারে এলেও জিলেটের সেই ডিজাইন কেউ বদলায়নি।
১১৬-১১৭ বছর আগে রেজারের হাতলের সঙ্গে ব্লেড আটকানোর জন্য স্ক্রু বা নাট-বল্টুর ব্যবহার করা হতো। আর সেই জন্যই ব্লেডের মাঝখানে ফাঁকা অংশ রেখেছিল জিলেট। পরবর্তীতে সেই নকশা জনপ্রিয় হয়ে ওঠে। শেভিং ব্লেড মানেই ওই আকৃতি ও মাপকেই বুঝত গ্রাহক। কাজেই জিলেট ছাড়াও অন্য ব্লেড প্রস্তুকারক সংস্থা বাজারে এলেও জিলেটের সেই ডিজাইন কেউ বদলায়নি।
advertisement
advertisement
advertisement