Fun Facts: বিয়ের সকালে 'গায়ে হলুদ' অনুষ্ঠান কেন হয় জানেন? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়ের সকাল গমগম করে 'গায়ে হলুদ' অনুষ্ঠানে। হবু বর আর কনেকে হলুদ মাখিয়ে স্নান করানো হয়। কিন্তু কেন বলুন তো গায়ে হলুদ মাখানো হয়? বিয়ের সকালে গাত্রহরিদ্রা বা গায়ে হলুদের প্রচলন কেন হল? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
বিয়ের সকাল গমগম করে 'গায়ে হলুদ' অনুষ্ঠানে। হবু বর আর কনেকে হলুদ মাখিয়ে স্নান করানো হয়। কিন্তু কেন বলুন তো গায়ে হলুদ মাখানো হয়? বিয়ের সকালে গাত্রহরিদ্রা বা গায়ে হলুদের প্রচলন কেন হল? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
advertisement
পুরাণেও হিন্দু বিয়ের রীতিতে গায়ে-হলুদের চল ছিল। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। সেই কারণে যে কোনও শুভ কাজেই হলুদের ছোঁয়া শুভ মানা হয়। বিয়ের পর নতুন জীবনে দু'জন মানুষকে স্বাগত জানায় হলুদ।
advertisement
হলুদ ত্বকের জন্য খুব ভাল। ত্বকের মরা কোষ সরিয়ে ত্বক ঝলমলে করে তোলে। হলুদ ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। ত্বকের যে কোনও সমস্যাকে ঢেকে রাখতে পারে। ভারতীয় রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের অন্যতম ছিল এই হলুদ। হলুদের অ্যান্টিব্যাকটিরিয়াল ক্ষমতা যে কোনও ত্বকের জন্যই উপকারী। চড়া মেক আপেও ত্বকের ক্ষতি করতে দেয় না হলুদ। তাই বিয়ের চড়া মেক-আপের আগে হলুদ মেখে রাখলে, ত্বকে মেক-আপের কারণে ক্ষতি হয় না। বিয়ের আসরে ত্বক উজ্জ্বল-ও দেখায়।
advertisement
হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক। হলুদ শরীরকে পরিষ্কার করে ও নানা ধরনের সংক্রমণ ঠেকায়। পাশাপাশি হলুদ শরীরের তাপের ভারসাম্য বজায় রাখে ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এমনিতেই বিয়ের আগে থেকে হবু বর ও কনের উপর দিয়ে নানা ধকল যায়। তার উপর বিয়ের সকাল থেকে অনেকেই উপোস করেন। তাই বিয়ের সময় বর-কনেকে সুস্থ রাখার জন্য ও ছোটখাটো নানারকম সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই এই গায়ে হলুদ মাখানোর চল।
advertisement