1/ 5


ত্রিদেবের এক দেব হলেন দেবাদিদেব ৷ আর সোমবার হল মহাদেবের বার ৷ তাই প্রতি সোমবার দেবের আরাধনায় আশাতীত ফল মেলে ৷ কথায় বলে মহাদেব অল্পেই সন্তুষ্ট হন ৷ শুধু ভক্তি ভরে অর্পণ করতে হয় দেবকে ৷
2/ 5


রঙিন ফুল পছন্দ করেন না দেবাদিদেব ৷ আকন্দ, ধুতরো ফুলেই সন্তুষ্ট থাকেন তিনি ৷ তবে অনেকেই জানেন না, মহাদেবের এই মাসে শ্রবণী সোমবারের ব্রত করার সময় এই ফুলটি দেবকে অবশ্যই অর্পণ করা উচিত ৷
3/ 5


শিবের সবচেয়ে প্রিয় ফুল হল বেলগাছের ফুল। ভুল করে এই ফুলকে সুগন্ধী বেল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না ৷ এই ফুল হল বেলগাছের ফুল ৷ যা বেশ দুর্লভ ৷
4/ 5


এই ফুল অর্পণের মাহাত্ম্য অনেক ৷ অনেকে বলেন, সারা জীবন কঠোর তপস্যায় যা ফল লাভ হয়, একটি বেলফুলে তার সমতুল্য পূণ্য অর্জন করা যায় ৷