Eid-ul-Adha 2021: ইদ-আল-আদাহকে বলা হয় ‘আত্মত্যাগের উৎসব’, কেন ইদে পশু বলি দেওয়া হয়

Last Updated:
Bakra Eid: নির্দিষ্ট দিনে সকালে নামাজ পড়ার পড়ে মুসলমানরা পশু কোরবানি দেন। তাই এই ইদের অন্য নাম বকরি ইদ
1/6
২১ জুলাই বুধবার পালিত হতে চলেছে বখরি ইদ বা ইদ-আল-আধা। মুসলিম লুনার ক্যালেন্ডার অনুযায়ী ধু অল-হিজ্জা মাসের দশম দিনে পালিত হয় ইদ-আল-আধা। জমিয়ত উলেমা-এ-হিন্দ অনুসারে ভারতে জুল-ইজাহ মাসের প্রথম চাঁদ দেখা গিয়েছিল ১১ জুলাই ২০২১। তার দশ দিন পরে ২১ জুলাই পালিত হবে কোরবানির ইদ।
২১ জুলাই বুধবার পালিত হতে চলেছে বখরি ইদ বা ইদ-আল-আধা। মুসলিম লুনার ক্যালেন্ডার অনুযায়ী ধু অল-হিজ্জা মাসের দশম দিনে পালিত হয় ইদ-আল-আধা। জমিয়ত উলেমা-এ-হিন্দ অনুসারে ভারতে জুল-ইজাহ মাসের প্রথম চাঁদ দেখা গিয়েছিল ১১ জুলাই ২০২১। তার দশ দিন পরে ২১ জুলাই পালিত হবে কোরবানির ইদ।
advertisement
2/6
 ইদ-অল-আদাহ,এটা একটা আরবিক ভাষা। আদাহর অর্থ কোরবানি মানে উৎসর্গ করা। ইদ-উল-আদাহকে বলা হয় ‘আত্মত্যাগের উৎসব’ । অর্থাৎ নিজের অতি প্রিয় কিছু জিনিসকে ত্যাগ করে তার মোহ, মায়ার উপরে উঠতে হয়। এই দিনটা কাটে বিশেষ প্রার্থনা, কুরবানি, খাওয়া-দাওয়া আর আনন্দ উৎসবের মধ্য দিয়েই।
ইদ-অল-আদাহ,এটা একটা আরবিক ভাষা। আদাহর অর্থ কোরবানি মানে উৎসর্গ করা। ইদ-উল-আদাহকে বলা হয় ‘আত্মত্যাগের উৎসব’ । অর্থাৎ নিজের অতি প্রিয় কিছু জিনিসকে ত্যাগ করে তার মোহ, মায়ার উপরে উঠতে হয়। এই দিনটা কাটে বিশেষ প্রার্থনা, কুরবানি, খাওয়া-দাওয়া আর আনন্দ উৎসবের মধ্য দিয়েই।
advertisement
3/6
 পশু কুরবানি দেওয়াই এই উদের প্রধান রীতি । বেশিরভাগ সময়ই পশু হিসাবে ছাগলকেই কুরবানি দেওয়া হয়। তাই এই ইদের চলতি নাম বখরি ইদ ।
পশু কুরবানি দেওয়াই এই উদের প্রধান রীতি । বেশিরভাগ সময়ই পশু হিসাবে ছাগলকেই কুরবানি দেওয়া হয়। তাই এই ইদের চলতি নাম বখরি ইদ ।
advertisement
4/6
 এই ইদের পিছনের আসল গল্পে অবশ্য পশু কুরবানির কোনও কথা উল্লেখ নেই । নবী হযরত ইব্রাহিম নিঃসন্তান ছিলেন । আল্লাহর কাছে অনেক প্রার্থনার পর একটি ছেলে হয় তাঁর। ছেলের নাম রাখেন ইসমাইল। সেই ছেলে ছিল হযরতের নয়নের মণি।
এই ইদের পিছনের আসল গল্পে অবশ্য পশু কুরবানির কোনও কথা উল্লেখ নেই । নবী হযরত ইব্রাহিম নিঃসন্তান ছিলেন । আল্লাহর কাছে অনেক প্রার্থনার পর একটি ছেলে হয় তাঁর। ছেলের নাম রাখেন ইসমাইল। সেই ছেলে ছিল হযরতের নয়নের মণি।
advertisement
5/6
 একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন, আল্লাহ তাঁর কাছে তাঁর সব থেকে প্রিয় জিনিসটা চাইছেন। ঘুম ভাঙার পর তিনি ভেবে দেখেন, তাঁর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হল তাঁর ছেলে । তিনি ছেলেকে উত্‍সর্গ করতে রাজি হয়ে যান।
একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন, আল্লাহ তাঁর কাছে তাঁর সব থেকে প্রিয় জিনিসটা চাইছেন। ঘুম ভাঙার পর তিনি ভেবে দেখেন, তাঁর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হল তাঁর ছেলে । তিনি ছেলেকে উত্‍সর্গ করতে রাজি হয়ে যান।
advertisement
6/6
 ছেলেকে উত্‍সর্গ করার সময় ইব্রাহিম নিজের চোখে পট্টি বেঁধে নেন, যাতে ছেলের প্রতি কোনও মায়া না থাকে। কিন্তু ছেলেকে উৎসর্গ করার পরেও চোখ খুলে দেখেন ছেলে পাশেই রয়েছে । বুঝতে পারেন,আল্লাহ তাঁর ভক্তি আর ধৈর্য্যেরপরীক্ষা নিচ্ছিলেন। এরপর একটি ভেড়া বলি দেন তিনি । এরপরে থেকেই সেই প্রথা চলে আসছে ।
ছেলেকে উত্‍সর্গ করার সময় ইব্রাহিম নিজের চোখে পট্টি বেঁধে নেন, যাতে ছেলের প্রতি কোনও মায়া না থাকে। কিন্তু ছেলেকে উৎসর্গ করার পরেও চোখ খুলে দেখেন ছেলে পাশেই রয়েছে । বুঝতে পারেন,আল্লাহ তাঁর ভক্তি আর ধৈর্য্যেরপরীক্ষা নিচ্ছিলেন। এরপর একটি ভেড়া বলি দেন তিনি । এরপরে থেকেই সেই প্রথা চলে আসছে ।
advertisement
advertisement
advertisement