♦ আগামিকাল একে শ্রাবণ মাসের সোমবার ৷ বলা হয়, এই দিনটিতে মহাদেবের পুজো করলে সমস্ত বাধা-বিপত্তি কেটে যায় ৷ আসে সফলতা ৷ তার উপর আগামিকাল নাগ পঞ্চমী তিথিও ৷ সব মিলিয়ে অত্যন্ত মাহেন্দ্র তিথি এটি ৷ আর সেই কারণে কয়েকটি বিষয় মেনে না চললে জীবনে অন্ধকার নেমে আসতে পারে ৷