ভারতের আসল সংবিধান কোথায় রাখা আছে জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Constitution of India- প্রথমদিকে এই সংবিধান ফ্ল্যানেল (এক ধরণের নরম বোনা ফ্যাব্রিক)-দিয়ে মোড়া ছিল। তবে তাতে সংবিধান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতে কার্যকর হয় সংবিধান। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, নীতি নির্দেশ, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে ভারতের রাজনৈতিক আদর্শের রূপরেখা নির্দিষ্ট করা হয়েছে।
advertisement
বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এটি। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় তিন বছর। এই সংবিধানের ক্যালিগ্রাফ করেছিলেন সেই সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার প্রেম বিহারী নারাইন রাইজাদা। প্রচ্ছদ ও অলঙ্করণ তৈরি করেন শিল্পী নন্দলাল বসু।
advertisement
মূল সংবিধান কাগজের উপর কালি দিয়ে লেখা। ফলে সময়ের নিয়মে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। গোটা সংবিধানে রয়েছে নিখুঁত কারুকাজ। আর তাই এই সংবিধান সংরক্ষণের প্রয়োজন ছিল।
advertisement
প্রথমদিকে এই সংবিধান ফ্ল্যানেল (এক ধরণের নরম বোনা ফ্যাব্রিক)-দিয়ে মোড়া ছিল। তবে তাতে সংবিধান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
১৯৫০ সালে হিলিয়াম ভরা একটি চেম্বারে এটি সংরক্ষণ করা হয়। বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। এটি হাইড্রোজেনের থেকেও হালকা, অ-প্রতিক্রিয়াশীল, অদাহ্য, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাই এই গ্যাস চেম্বারে থাকলে সুরক্ষিত থাকতে পারে সংবিধান, এমনই ভাবনা ছিল।
advertisement