দীপাবলির অর্থ আলোর উৎসব ৷ এই আলোর মধ্যে দিয়ে যাবতীয় অন্ধকার দূর হয়ে জীবনে নতুন আলোর সঞ্চার ঘটে ৷ সংসারে আসে সমৃদ্ধি ৷ কালী পুজোর দিন বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন। লক্ষ্মী পুজোর সময় কতগুলি নিয়ম না মেনে চললে ভিষণ বিপদ। কারণ সেক্ষেত্রে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাবে বেড়ে যাওয়ার কারণে একের পর এক বিপদের ফাঁদে পরার আশঙ্কা যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিক ক্ষতি তো হবেই, সেই সঙ্গে হতে পারে দুর্ভাগ্যও।