DA Hike: বোনাসের পরে এবার বাড়ল DA! পুজোর মাসে লক্ষ্মীলাভ, ঠিক কত বেতন টাকা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সরকারি কর্মচারীদের একাংশের জন্য অ্যাড-হক বোনাসের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, সকলে সেই বোনাস পাবেন না। আধাসামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর অফিসাররা-সহ গ্রুপ 'সি' এবং নন-গেজেটেড গ্রুপ 'বি' পদমর্যাদার অফিসাররা সেই বোনাস পাবেন। যা সর্বোচ্চ ৭,০০০ টাকা বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, চতুর্থীর দিনই এল আরও এক সুখবর৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে আসছে বাড়তি টাকা। সংশোধিত মহার্ঘ ভাতা অক্টোবর মাসের বেতনে যোগ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অক্টোবরের শেষ সপ্তাহেই মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন কেন্দ্রের। আর এর ফলে বাড়তে চলেছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ‘টেক হোম’ বেতন।
advertisement
সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদেন ডিএ বর্তমানের ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়ে যাবে। এই ডিএ ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে এবং তিন মাসের এরিয়ারও পরিশোধ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এখন ধরে নেওয়া যাক আপনার বেসিক বেতন ২০,০০০ টাকা৷ এই বেসিক বেতনের উপরেই DA ক্যালকুলেট করা হয়৷ এতদিন ৪২ শতাংশ হারে ২০,০০০ টাকা। ৪২ শতাংশ ডিএ হারে এতদিন তাঁরা মাসে মহার্ঘ ভাতা বাবদ (২০,০০০ x ৪২/১০০) ৮,৪০০ টাকা পেতেন। এবার সেটা বেড়ে ৪৬ শতাংশ হওয়ায় মাসে ডিএ বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন (২০,০০০ x ৪৬/১০০) ৯,২০০ টাকা।