Buck Supermoon 2022 : গুরুপূর্ণিমার আকাশে আজ সুপারমুন! রাত ক’টায় দেখতে পাবেন মহাচন্দ্রের উজ্জ্বলতম রূপ?

Last Updated:
Buck Supermoon 2022 : এই নামকরণের সঙ্গে জড়িয়ে আছে ‘বাক’ প্রজাতির হরিণ
1/7
এ বছরের বৃহত্তম সুপারমুন দেখা যাবে আজ অর্থাৎ বুধবার রাতে ৷ গুরুপূর্ণিমা তিথিতে জ্যোৎস্না ছড়িয়ে দেবে সেই অপার্থিব আলো৷
এ বছরের বৃহত্তম সুপারমুন দেখা যাবে আজ অর্থাৎ বুধবার রাতে ৷ গুরুপূর্ণিমা তিথিতে জ্যোৎস্না ছড়িয়ে দেবে সেই অপার্থিব আলো৷
advertisement
2/7
এ বছর মোট চার বার পূর্ণিমার রাতে সুপারমুন দেখতে পাওয়ার কথা ৷ তার মধ্যে দু’টি হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ আজ তৃতীয় সুপারমুন ৷ পরবর্তী সুপারমুন দেখা যাবে ১২ অগাস্ট ৷ জানিয়েছে নাসা৷
এ বছর মোট চার বার পূর্ণিমার রাতে সুপারমুন দেখতে পাওয়ার কথা ৷ তার মধ্যে দু’টি হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ আজ তৃতীয় সুপারমুন ৷ পরবর্তী সুপারমুন দেখা যাবে ১২ অগাস্ট ৷ জানিয়েছে নাসা৷
advertisement
3/7
পৃথিবীকে পরিক্রমণ করার সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব বাড়ে কমে ৷ যখন পৃথিবী থেকে চাঁদ দূরে থাকে তখন তাকে বলে অপসূর৷ আবার চাঁদ ও পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হলে তখন তাকে বলে অনুসূর৷ সূর্য ও পৃথিবীর মধ্যেও এই অপসূর ও অনুসূর অবস্থান আসে৷
পৃথিবীকে পরিক্রমণ করার সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব বাড়ে কমে ৷ যখন পৃথিবী থেকে চাঁদ দূরে থাকে তখন তাকে বলে অপসূর৷ আবার চাঁদ ও পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হলে তখন তাকে বলে অনুসূর৷ সূর্য ও পৃথিবীর মধ্যেও এই অপসূর ও অনুসূর অবস্থান আসে৷
advertisement
4/7
অনুসূর অবস্থায় থাকলে চাঁদকে অনেক বড় ও উজ্জ্বল বলে মনে হয় ৷ তখনই আমরা পূর্ণিমায় সেই চাঁদকে ডাকি সুপারমুন বলে৷ বুধ আকাশে যে চাঁদ থাকবে তার নাম ‘বাক সুপারমুন’৷
অনুসূর অবস্থায় থাকলে চাঁদকে অনেক বড় ও উজ্জ্বল বলে মনে হয় ৷ তখনই আমরা পূর্ণিমায় সেই চাঁদকে ডাকি সুপারমুন বলে৷ বুধ আকাশে যে চাঁদ থাকবে তার নাম ‘বাক সুপারমুন’৷
advertisement
5/7
এই নামকরণের সঙ্গে জড়িয়ে আছে ‘বাক’ প্রজাতির হরিণ৷ প্রতি বছর এ সময় তাদের মাথার শিং খসে গিয়ে আবার নতুন শিং উৎপন্ন হয় ৷ তাই তাদের নামের অনুকরণে এই চাঁদ ‘বাক সুপারমুন’৷
এই নামকরণের সঙ্গে জড়িয়ে আছে ‘বাক’ প্রজাতির হরিণ৷ প্রতি বছর এ সময় তাদের মাথার শিং খসে গিয়ে আবার নতুন শিং উৎপন্ন হয় ৷ তাই তাদের নামের অনুকরণে এই চাঁদ ‘বাক সুপারমুন’৷
advertisement
6/7
বছরের এই সময় ঝড় ঝঞ্ঝা বেশি হয় বলে একে ‘থান্ডার মুন’-ও বলে৷ নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ১৩ জুলাই থেকে শুরু করে আগামী তিন দিনি বিশ্ববাসী সাক্ষী থাকবে এই মহাচন্দ্রের৷
বছরের এই সময় ঝড় ঝঞ্ঝা বেশি হয় বলে একে ‘থান্ডার মুন’-ও বলে৷ নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ১৩ জুলাই থেকে শুরু করে আগামী তিন দিনি বিশ্ববাসী সাক্ষী থাকবে এই মহাচন্দ্রের৷
advertisement
7/7
কখন উজ্জ্বলতম থাকবে সুপারমুন? ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত ১২ টা ০৮ মিনিটে ( ক্যালেন্ডারে বৃহস্পতিবার হিসেবমতো) সবথেকে উজ্জ্বল হয়ে দেখা দেবে সুপারমুন ৷
কখন উজ্জ্বলতম থাকবে সুপারমুন? ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত ১২ টা ০৮ মিনিটে ( ক্যালেন্ডারে বৃহস্পতিবার হিসেবমতো) সবথেকে উজ্জ্বল হয়ে দেখা দেবে সুপারমুন ৷
advertisement
advertisement
advertisement