আগামিকাল ভাইফোঁটা, তাঁর আগে জেনে নিন কেন পালন করা হয় ভ্রাতৃদ্বিতীয়া

Last Updated:
মঙ্গলকামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে জেনে নিন দু চার কথা
1/10
দেখতে দেখতে চলে এল ভাইফোঁটা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৬ নভেম্বর (বাংলা ৩০ কার্তিক) সোমবার সকাল ৭টা ৬মিনিট থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর (বাংলা ১ অগ্রহায়) ভোর ৩টে ৫৬ মিনিট পর্যন্ত ভ্রাতৃদ্বিতীয়া পালন করা যাবে । মঙ্গলকামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে জেনে নিন দু চার কথা। (Photo collected)
দেখতে দেখতে চলে এল ভাইফোঁটা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৬ নভেম্বর (বাংলা ৩০ কার্তিক) সোমবার সকাল ৭টা ৬মিনিট থেকে মঙ্গলবার ১৭ নভেম্বর (বাংলা ১ অগ্রহায়) ভোর ৩টে ৫৬ মিনিট পর্যন্ত ভ্রাতৃদ্বিতীয়া পালন করা যাবে । মঙ্গলকামনায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে জেনে নিন দু চার কথা। (Photo collected)
advertisement
2/10
আমাদের যা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, উত্তরপ্রদেশ ও বিহারে তা ভাই দুজ। দক্ষিণ ভারতে যমদ্বিতীয়া। মহারাষ্ট্র গুজরাতে ভাই বিজ।  নেপালে সেটাই ভাই টিকা। (Photo collected)
আমাদের যা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, উত্তরপ্রদেশ ও বিহারে তা ভাই দুজ। দক্ষিণ ভারতে যমদ্বিতীয়া। মহারাষ্ট্র গুজরাতে ভাই বিজ। নেপালে সেটাই ভাই টিকা। (Photo collected)
advertisement
3/10
নেপথ্যে পৌরাণিক কাহিনী আছে দুটি। কোথাও বলা হয়, নরকাসুরকে বধ করে এইদিন বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সুভদ্রা দাদাকে স্বাগত জানিয়েছিলেন ফুল-মিষ্টান্ন দিয়ে। আরতিও করেছিলেন।  (Photo collected)
নেপথ্যে পৌরাণিক কাহিনী আছে দুটি। কোথাও বলা হয়, নরকাসুরকে বধ করে এইদিন বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সুভদ্রা দাদাকে স্বাগত জানিয়েছিলেন ফুল-মিষ্টান্ন দিয়ে। আরতিও করেছিলেন। (Photo collected)
advertisement
4/10
আর একটি বেশি প্রচলিত কাহিনী হল, যমরাজ গিয়েছিলেন বোন যমুনার কাছে। যমুনা বা যমীও এইভাবে অগ্রজকে বরণ করে নিয়েছিলেন। সেই থেকে সহোদরের মঙ্গলকামনায় প্রবর্তিত ভ্রাতৃদ্বিতীয়া। (Photo collected)
আর একটি বেশি প্রচলিত কাহিনী হল, যমরাজ গিয়েছিলেন বোন যমুনার কাছে। যমুনা বা যমীও এইভাবে অগ্রজকে বরণ করে নিয়েছিলেন। সেই থেকে সহোদরের মঙ্গলকামনায় প্রবর্তিত ভ্রাতৃদ্বিতীয়া। (Photo collected)
advertisement
5/10
ভাইফোঁটা এমন এক উত্‍সব যেখানে ব্রাহ্মণ পুজারীর দরকার হয় না। তবু বিশেষ না হলেও এর জন্যেও আছে কিছু রীতি রেওয়াজ। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ফোঁটা দেওয়া নেওয়াই রেওয়াজ। ফোঁটাগ্রহণের আগে উপবাস রাখা হয়। ফোঁটা বা তিলকদানের পর্ব মিটলে ভঙ্গ করা হয় উপবাস। (Photo collected)
ভাইফোঁটা এমন এক উত্‍সব যেখানে ব্রাহ্মণ পুজারীর দরকার হয় না। তবু বিশেষ না হলেও এর জন্যেও আছে কিছু রীতি রেওয়াজ। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ফোঁটা দেওয়া নেওয়াই রেওয়াজ। ফোঁটাগ্রহণের আগে উপবাস রাখা হয়। ফোঁটা বা তিলকদানের পর্ব মিটলে ভঙ্গ করা হয় উপবাস। (Photo collected)
advertisement
6/10
ভারতের অন্য প্রদেশে তিলকদানের পরে ভাইয়ের হাতে দেওয়া হয় নারকোল। ভাই বিবাহিত হলে তাঁর স্ত্রী ও সন্তানাদির হাতেও নারকোল দেয় বোন। (Photo collected)
ভারতের অন্য প্রদেশে তিলকদানের পরে ভাইয়ের হাতে দেওয়া হয় নারকোল। ভাই বিবাহিত হলে তাঁর স্ত্রী ও সন্তানাদির হাতেও নারকোল দেয় বোন। (Photo collected)
advertisement
7/10
ঘাসের ডগায় যে ভোরের শিশির থাকে তা দিয়েই বাটতে হয় চন্দন। মূলত এটাই ফোঁটার প্রধান উপকরণ। এছাড়া প্রদীপের জল, ঘি ইত্যাদি দিয়েও ভাইফোঁটা দেওয়া হয়। (Photo collected)
ঘাসের ডগায় যে ভোরের শিশির থাকে তা দিয়েই বাটতে হয় চন্দন। মূলত এটাই ফোঁটার প্রধান উপকরণ। এছাড়া প্রদীপের জল, ঘি ইত্যাদি দিয়েও ভাইফোঁটা দেওয়া হয়। (Photo collected)
advertisement
8/10
বরণডালা সাজিয়ে ভাইকে আরতি করা হয়। এক এক বাড়ির নিয়ম অনুযায়ী এক এক রকম জিনিস থাকে সেই ডালায়। তবে প্রদীপ ধূপকাঠি পান সুপারি হরিতকি ইত্যাদি দ্রব্যই সাধারণত থাকেই। (Photo collected)
বরণডালা সাজিয়ে ভাইকে আরতি করা হয়। এক এক বাড়ির নিয়ম অনুযায়ী এক এক রকম জিনিস থাকে সেই ডালায়। তবে প্রদীপ ধূপকাঠি পান সুপারি হরিতকি ইত্যাদি দ্রব্যই সাধারণত থাকেই। (Photo collected)
advertisement
9/10
ভাইয়ের কপালে ফোঁটা বা তিলকদানের জন্য ব্যবহার করতে হয় বাঁ হাতের কনিষ্ঠ আঙুল। (Photo collected)
ভাইয়ের কপালে ফোঁটা বা তিলকদানের জন্য ব্যবহার করতে হয় বাঁ হাতের কনিষ্ঠ আঙুল। (Photo collected)
advertisement
10/10
যাঁরা কোনও কারণে ভাইফোঁটা দিতে পারছেন না তাঁরা দেওয়ালে তিলক বা ফোঁটা দেন। অনেক জায়গায় আবার আকাশের চাঁদের উদ্দেশেও ফোঁটা উত্‍সর্গ করার রীতি আছে। ভাইয়ের কল্যাণ প্রার্থনা করে। (Photo collected)
যাঁরা কোনও কারণে ভাইফোঁটা দিতে পারছেন না তাঁরা দেওয়ালে তিলক বা ফোঁটা দেন। অনেক জায়গায় আবার আকাশের চাঁদের উদ্দেশেও ফোঁটা উত্‍সর্গ করার রীতি আছে। ভাইয়ের কল্যাণ প্রার্থনা করে। (Photo collected)
advertisement
advertisement
advertisement