Best Food: কলকাতার সবচেয়ে আজব খাবার কী জানেন! স্বাদ কেমন? দেখুন তো, এই ৫ খাবার আপনি খেয়েছেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Best Food: দেশের এবং বিশ্বের যেকোনও প্রান্তের খাবার নিজের স্বাদ অনুযায়ী বানিয়ে নিতে পারে বাঙালি।
advertisement
advertisement
কলকাতার খাবারের কথা হবে, আর ফুচকার কথা হবে না, তা কী করে হয়! কলকাতায় আছে একাধিক বিখ্যাত ফুচকার ঠেক। এ শহরে ইদানীং ফুচকা নিয়েও বেশ পরীক্ষা-নীরিক্ষা করা চলছে। তবে, সবাইকে মনে হয় হার মানিয়ে দিয়েছে নিউ টাউনের ডিএলএফ বিল্ডিংয়ের কাছে ফুচকার এক ঠেক। এখানে আপনি চিংড়ি, মুরগির মাংস দেওয়া ফুচকা পাবেন। বিকেল থেকেই প্রন, চিকেনের আমিষ ফুচকা খেতে উপচে পড়ে ভিড়। নিউ টাউনের দিকে গেলে এই ফুচকার স্বাদ নিতে ভুলবেন না যেন।
advertisement
কলকাতার বিরিয়ানি এখন সারা বিশ্বে খ্যাত। চিকেন বা মাটনের সঙ্গে আলু-ডিম সমৃদ্ধ বিরিয়ানি কার জিভে না জল আনে! কিন্তু ডাব বিরিয়ানির কথা শুনেছেন কি? ডাব চিংড়ির কথা তো শুনেইছেন, কিন্তু তাবলে ডাব বিরিয়ানি। হ্যাঁ, কলকাতা শহরে এখন তাও মিলছে। দক্ষিণ কলকাতার কালীঘাটের এক রেস্তোরাঁয় মিলছে সেই বিরিয়ানি। যারা বিরিয়ানি নিয়ে পরীক্ষা করতে ভালবাসেন, তাদের জন্য এই বিরিয়ানি একবার অন্তত চেখে দেখা মাস্ট।
advertisement
মাটির ভাড়ে চা কিংবা লস্যি খেতে দারুণ লাগে না বলুন! আর মাটির ভাড়ে মিষ্টি দই বা রসগোল্লা তো সেই কবে থেকেই চলে আসছে কলকাতায়। কিন্তু সাদার্ন অ্যাভেনিউয়ের বিবেকানন্দ পার্কের এক ক্যাফেতে গেলে আপনি পাবেন চায়ের ভাড়ে মোমো, যার নাম কুল্লার মোমো! চিজ আর মেয়োনিজ মাখিয়ে ফ্রায়েড চিকেন মোমোকে বেক করা হয় মাটির ভাড়ে! তারপর যা স্বাদ...একবার কিন্তু খেয়ে দেখতেই পারেন।
advertisement
সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই পদটি এখন অনেকেই চেনেন। নাম হল মাটন চুস্তা। কী চিনতে পারছেন? দেখতে কিন্তু ভারী অদ্ভূত। তবে বিহার, ঝাড়খণ্ডে অত্যন্ত জনপ্রিয় এই পদ। এখন কলকাতাতেও বেশ চল হয়েছে এই পদের। কসবার এক রেস্তোরাঁতেও এই পদের বেশ চাহিদা। পাঁঠার পাকস্থলীর কাছের এক অংশ নাম হল চুস্তা। পেঁয়াজ রসুনের মশলাদার গ্রেভি তৈরি করে এই পদটি তৈরি করা হয়। অনেকে আবার লিট্টির সঙ্গে এই পদ খেতে বেশে ভালবাসেন।
advertisement