Benefits Of Sindoor: এক চুটকি সিঁদুরই মুহূর্তে বদলে দেবে জীবন! কাটবে সব বাধা, সংসারে আসবে শ্রী! জেনে নিন হাজারো উপকারিতা

Last Updated:
Benefits Of Sindoor: প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন সিঁদুরের কিছু এমন টোটকা আছে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মুহূর্তের মধ্যে।
1/8
হিন্দু ধর্ম বিশ্বাসে সিঁদুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। পূজা-আর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে, সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রতিটি বিবাহিত নারীর জন্য এর আলাদা অর্থ। আবার সাধারণ জীবনেও এই উপাদানটিকে দেখা হয় মাঙ্গলিক হিসেবে। প্রতীকী ছবি। 
হিন্দু ধর্ম বিশ্বাসে সিঁদুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। পূজা-আর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে, সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রতিটি বিবাহিত নারীর জন্য এর আলাদা অর্থ। আবার সাধারণ জীবনেও এই উপাদানটিকে দেখা হয় মাঙ্গলিক হিসেবে। প্রতীকী ছবি। 
advertisement
2/8
বলা হয় হিন্দু বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। এছাড়াও সিঁদুরকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হিন্দু ধর্মের প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন সিঁদুরের কিছু এমন টোটকা আছে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মুহূর্তের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে এক চুটকি সিঁদুর নিয়ে আসতে পারে সংসারে সুখ-সমৃদ্ধি। কী ভাবে একটুখানি সিঁদুরে দূর হয় জীবনের হাজার হাজার বাধা ও সমস্যা। প্রতীকী ছবি। 
বলা হয় হিন্দু বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। এছাড়াও সিঁদুরকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হিন্দু ধর্মের প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন সিঁদুরের কিছু এমন টোটকা আছে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মুহূর্তের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে এক চুটকি সিঁদুর নিয়ে আসতে পারে সংসারে সুখ-সমৃদ্ধি। কী ভাবে একটুখানি সিঁদুরে দূর হয় জীবনের হাজার হাজার বাধা ও সমস্যা। প্রতীকী ছবি। 
advertisement
3/8
জীবনের কষ্ট দূর করে সব অশুভ বাধা কাটাতে কাজে লাগান সিঁদুর- ১) বাড়িতে কোনও ব্যক্তি অসুস্থ হলে সাতবার মাথা থেকে সিঁদুর নিয়ে নদীর জলে ভাসিয়ে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। ২) সম্মানহানি থেকে মুক্তি পেতে প্রতি বুধবার একটি পানের উপর ফিটকরি ও সিঁদুর বেঁধে বট গাছের নিচে একটি পাথরের নিচে রাখুন। একটানা তিন বুধবার করুন এটি। ফল হাতেনাতে। প্রতীকী ছবি। 
জীবনের কষ্ট দূর করে সব অশুভ বাধা কাটাতে কাজে লাগান সিঁদুর- ১) বাড়িতে কোনও ব্যক্তি অসুস্থ হলে সাতবার মাথা থেকে সিঁদুর নিয়ে নদীর জলে ভাসিয়ে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। ২) সম্মানহানি থেকে মুক্তি পেতে প্রতি বুধবার একটি পানের উপর ফিটকরি ও সিঁদুর বেঁধে বট গাছের নিচে একটি পাথরের নিচে রাখুন। একটানা তিন বুধবার করুন এটি। ফল হাতেনাতে। প্রতীকী ছবি। 
advertisement
4/8
৩) জীবন সমস্যায় জেরবার? শনিবার জুঁই তেলের সঙ্গে সিঁদুর অর্পণ করুন হনুমান মন্দিরে। এতে করে সমস্যা দূর হবে। ৪) প্রতিদিন পুজোর পর বাড়ির মূল দরজায়ও পুজোর সামান্য সিঁদুর লাগান। এতে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। বাড়ে সংসারের শ্রী। প্রতীকী ছবি। 
৩) জীবন সমস্যায় জেরবার? শনিবার জুঁই তেলের সঙ্গে সিঁদুর অর্পণ করুন হনুমান মন্দিরে। এতে করে সমস্যা দূর হবে। ৪) প্রতিদিন পুজোর পর বাড়ির মূল দরজায়ও পুজোর সামান্য সিঁদুর লাগান। এতে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। বাড়ে সংসারের শ্রী। প্রতীকী ছবি। 
advertisement
5/8
৫) বার বার কাজে বাঁধা আসছে? প্রতিটি কাজে ব্যর্থ হলে গঙ্গায় কিছুটা সিঁদুর ফেলে দিন। এতে সংশ্লিষ্ট গ্রহের প্রভাব কমে যাবে এবং সূর্য ও মঙ্গল শুভ ফল দিতে শুরু করবে। ৬) আবার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে তেলে সিঁদুর মিশিয়ে ঘরের দরজায় লাগান। প্রতীকী ছবি। 
৫) বার বার কাজে বাঁধা আসছে? প্রতিটি কাজে ব্যর্থ হলে গঙ্গায় কিছুটা সিঁদুর ফেলে দিন। এতে সংশ্লিষ্ট গ্রহের প্রভাব কমে যাবে এবং সূর্য ও মঙ্গল শুভ ফল দিতে শুরু করবে। ৬) আবার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে তেলে সিঁদুর মিশিয়ে ঘরের দরজায় লাগান। প্রতীকী ছবি। 
advertisement
6/8
৭) চাকরি পেতে ব্যর্থ হচ্ছেন? ফল পাচ্ছেন না পরিশ্রমের? তাহলে সিঁদুরে জাফরান মিশিয়ে বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে আপনার অনামিকা দিয়ে ৬৩ নম্বরটি লিখে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন। টানা তিন বৃহস্পতিবার এই ভাবে করে দেখুন। ৮) ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির প্রধান প্রবেশদ্বারে সিঁদুর-প্রলেপ দেওয়া গণেশ মূর্তি রাখুন। প্রতীকী ছবি। 
৭) চাকরি পেতে ব্যর্থ হচ্ছেন? ফল পাচ্ছেন না পরিশ্রমের? তাহলে সিঁদুরে জাফরান মিশিয়ে বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে আপনার অনামিকা দিয়ে ৬৩ নম্বরটি লিখে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন। টানা তিন বৃহস্পতিবার এই ভাবে করে দেখুন। ৮) ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির প্রধান প্রবেশদ্বারে সিঁদুর-প্রলেপ দেওয়া গণেশ মূর্তি রাখুন। প্রতীকী ছবি। 
advertisement
7/8
৯) সঙ্গীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হলে রাতে সঙ্গীর বালিশের নিচে একটি সিঁদুরের কৌটো রাখুন। এটি নিয়মিত ৭ দিন করলেই দেখুন পরিবর্তন। ঘরোয়া টেনশন দূর হবে। ১০) সংসারে আর্থিক অনটন দূর করতে একটি নারকেলের উপরে সিঁদুর লাগিয়ে একটি লাল কাপড়ে বেঁধে পুজো করুন। প্রতীকী ছবি। 
৯) সঙ্গীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হলে রাতে সঙ্গীর বালিশের নিচে একটি সিঁদুরের কৌটো রাখুন। এটি নিয়মিত ৭ দিন করলেই দেখুন পরিবর্তন। ঘরোয়া টেনশন দূর হবে। ১০) সংসারে আর্থিক অনটন দূর করতে একটি নারকেলের উপরে সিঁদুর লাগিয়ে একটি লাল কাপড়ে বেঁধে পুজো করুন। প্রতীকী ছবি। 
advertisement
8/8
ডিসক্লেইমার: উপরোক্ত টোটকা না পদ্ধতিগুলি সাধারণ জ্ঞান ও প্রচলিত বাস্তুশাস্ত্র অনুযায়ী নেওয়া। নিউজ ১৮ বাংলা এই তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করা কাম্য৷ প্রতীকী ছবি ৷
ডিসক্লেইমার: উপরোক্ত টোটকা না পদ্ধতিগুলি সাধারণ জ্ঞান ও প্রচলিত বাস্তুশাস্ত্র অনুযায়ী নেওয়া। নিউজ ১৮ বাংলা এই তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করা কাম্য৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement