Benefits Of Sindoor: এক চুটকি সিঁদুরই মুহূর্তে বদলে দেবে জীবন! কাটবে সব বাধা, সংসারে আসবে শ্রী! জেনে নিন হাজারো উপকারিতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Benefits Of Sindoor: প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন সিঁদুরের কিছু এমন টোটকা আছে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মুহূর্তের মধ্যে।
advertisement
বলা হয় হিন্দু বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ুর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। এছাড়াও সিঁদুরকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হিন্দু ধর্মের প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে সিঁদুর ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন সিঁদুরের কিছু এমন টোটকা আছে, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মুহূর্তের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে এক চুটকি সিঁদুর নিয়ে আসতে পারে সংসারে সুখ-সমৃদ্ধি। কী ভাবে একটুখানি সিঁদুরে দূর হয় জীবনের হাজার হাজার বাধা ও সমস্যা। প্রতীকী ছবি।
advertisement
জীবনের কষ্ট দূর করে সব অশুভ বাধা কাটাতে কাজে লাগান সিঁদুর- ১) বাড়িতে কোনও ব্যক্তি অসুস্থ হলে সাতবার মাথা থেকে সিঁদুর নিয়ে নদীর জলে ভাসিয়ে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। ২) সম্মানহানি থেকে মুক্তি পেতে প্রতি বুধবার একটি পানের উপর ফিটকরি ও সিঁদুর বেঁধে বট গাছের নিচে একটি পাথরের নিচে রাখুন। একটানা তিন বুধবার করুন এটি। ফল হাতেনাতে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
৭) চাকরি পেতে ব্যর্থ হচ্ছেন? ফল পাচ্ছেন না পরিশ্রমের? তাহলে সিঁদুরে জাফরান মিশিয়ে বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে আপনার অনামিকা দিয়ে ৬৩ নম্বরটি লিখে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন। টানা তিন বৃহস্পতিবার এই ভাবে করে দেখুন। ৮) ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির প্রধান প্রবেশদ্বারে সিঁদুর-প্রলেপ দেওয়া গণেশ মূর্তি রাখুন। প্রতীকী ছবি।
advertisement
advertisement