যুদ্ধক্ষেত্র অথবা সংসারের মায়া, আদ্যাস্তোত্র পাঠেই আসবে জীবনের আমূল পরিবর্তন
Bangla Editor
1/ 8
আদ্যা মন্ত্র জপ করলে জীবনে অত্যন্ত খুশি আসে ৷ জীবন হয় সুখের, সুখে-শান্তিতে এক অপরূপ পরিস্থিতি সৃষ্ট হয় ৷
2/ 8
আদ্যা মায়ের সমস্ত রূপই এক শান্তির ঠিকানা নির্দেশ করেন ৷ প্রতিটি জীবকেই একটি ধর্ম নিয়ে কাটাতে হয় ৷ সেই ধর্মের নামই মানব ধর্ম ৷
3/ 8
কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন ৷ ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বিশ্বরূপ দেখিয়ে বলেছিলেন সবই মায়া ৷
4/ 8
অর্থাৎ সংসারে কর্মের থেকে বড় কিছু নেই ৷ সে বাবা, মা ভাইবোন বা আত্মীয় স্বজন যেই হোক ধর্ম বা কর্মেই আগে কারও স্থান নেই এটি শ্রীকৃষ্ণ সব সময়েই বুঝিয়ে দিয়েছেন ৷
5/ 8
আদ্যা এক পরম শক্তির উৎস ৷ শক্তিহীনতা যখন জীবনকে দুর্বল করতে সাহায্য করে ঠিক তখনই আদ্যা মায়ের শক্তি ব্যাপক হারে শক্তির সঞ্চার ঘটায় জীবনে ৷
6/ 8
আদ্যা শক্তি জীবনকে সমৃদ্ধ করে তোলে ৷ জীবনের না পাওয়ার যন্ত্রণাগুলিকে ভুলিয়ে জীবনকে অর্জন করতে শেখায় ৷
7/ 8
এক অদম্য প্রয়াসেই জীবন সুন্দর হয়ে ওঠে ৷ স্বপ্ন দেখাতে নয় জীবনের সমস্ত আশা আকাঙ্খাকে পূরণ করার স্পর্ধা সৃষ্টি করে ৷
8/ 8
আদ্যা এমনই এক শক্তি যে শক্তি বারেবারে প্রতিষ্ঠা করে জীবনে সত্য, শিব ও সুন্দরের মাহাত্ম্য ৷
যুদ্ধক্ষেত্র অথবা সংসারের মায়া, আদ্যাস্তোত্র পাঠেই আসবে জীবনের আমূল পরিবর্তন
অর্থাৎ সংসারে কর্মের থেকে বড় কিছু নেই ৷ সে বাবা, মা ভাইবোন বা আত্মীয় স্বজন যেই হোক ধর্ম বা কর্মেই আগে কারও স্থান নেই এটি শ্রীকৃষ্ণ সব সময়েই বুঝিয়ে দিয়েছেন ৷