Aadhaar Card Update: বাংলাতেই আধার কার্ড? সহজ এই নিয়মে দ্রুত মাতৃভাষায় বদলে নিন আধার কার্ডের নাম-ঠিকানা...

Last Updated:
Aadhaar Card Update: আধার কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! নাগরিকরা এখন থেকে নিজেদের আধার কার্ড তাদের পছন্দের ভাষাতেও নিতে পারবেন।
1/6
প্রতিটি নাগরিকের কাছেই আধার কার্ড (aadhaar card) থাকা আজ অত্যন্ত জরুরি। এটি এমন একটি পরিচয়পত্র, যা ছাড়া বাড়ি থেকে এক পাও বেরনো নিরাপদ নয়। শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ যে কোন কাজেই এই আধার কার্ড প্রয়োজন হয়। ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে, কোন প্রকল্পের সুবিধা গ্রহণ- সবেতেই প্রয়োজন এই আধার কার্ডের।
প্রতিটি নাগরিকের কাছেই আধার কার্ড (aadhaar card) থাকা আজ অত্যন্ত জরুরি। এটি এমন একটি পরিচয়পত্র, যা ছাড়া বাড়ি থেকে এক পাও বেরনো নিরাপদ নয়। শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ যে কোন কাজেই এই আধার কার্ড প্রয়োজন হয়। ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে, কোন প্রকল্পের সুবিধা গ্রহণ- সবেতেই প্রয়োজন এই আধার কার্ডের।
advertisement
2/6
এই আধার কার্ড নিয়েই এবার এক বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। যেখানে বলা হয়েছে নাগরিকরা এখন থেকে নিজেদের আধার কার্ড তাদের পছন্দের ভাষাতেও নিতে পারবেন। সাম্প্রতিকতম সময়ে UIDAI-র আপগ্রেডে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আধার তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
এই আধার কার্ড নিয়েই এবার এক বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। যেখানে বলা হয়েছে নাগরিকরা এখন থেকে নিজেদের আধার কার্ড তাদের পছন্দের ভাষাতেও নিতে পারবেন। সাম্প্রতিকতম সময়ে UIDAI-র আপগ্রেডে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আধার তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
advertisement
3/6
আধার কার্ডের যাবতীয় তথ্যাবলী সাধারণত ইংরেজিতেই হয়ে থাকে। তবে কেন্দ্র সরকার জানিয়েছে, নাগরিকরা বাংলা, গুজরাতি, মালায়লাম, মারাঠি, পঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, হিন্দি, ওড়িয়া এবং কন্নড় ভাষাতেও নিতে পারবেন তাঁদের আধার কার্ড। অর্থাৎ নিজেদের ভাষাতেই এবার পাওয়া যাবে আধার কার্ড।
আধার কার্ডের যাবতীয় তথ্যাবলী সাধারণত ইংরেজিতেই হয়ে থাকে। তবে কেন্দ্র সরকার জানিয়েছে, নাগরিকরা বাংলা, গুজরাতি, মালায়লাম, মারাঠি, পঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, হিন্দি, ওড়িয়া এবং কন্নড় ভাষাতেও নিতে পারবেন তাঁদের আধার কার্ড। অর্থাৎ নিজেদের ভাষাতেই এবার পাওয়া যাবে আধার কার্ড।
advertisement
4/6
ঠিক কী করতে হবে এই পরিবর্তনের জন্য? জানানো হয়েছে, এর জন্য আপনাকে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে অথবা আধার সেবা কেন্দ্রে গিয়ে অনলাইনে আবেদন করে ভাষা পরিবর্তনের জন্য অনুরোধ জানাতে হবে। তারপর ভাষা পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডে।
ঠিক কী করতে হবে এই পরিবর্তনের জন্য? জানানো হয়েছে, এর জন্য আপনাকে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে অথবা আধার সেবা কেন্দ্রে গিয়ে অনলাইনে আবেদন করে ভাষা পরিবর্তনের জন্য অনুরোধ জানাতে হবে। তারপর ভাষা পরিবর্তন করতে পারবেন আপনার আধার কার্ডে।
advertisement
5/6
এই কাজের জন্য প্রথমে আপনাকে https://uidai.gov.in/ গিয়ে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে। ‘আপডেট আধার’ সিলেক্ট করে তারপর ‘ডেমোগ্রাফিক ডেটা অনলাইন আপডেট করুন’ অপশনে যেতে হবে। আপনার স্ব-পরিষেবা আপডেট পোর্টাল এখন দৃশ্যমান হতেই প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।
এই কাজের জন্য প্রথমে আপনাকে https://uidai.gov.in/ গিয়ে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে। ‘আপডেট আধার’ সিলেক্ট করে তারপর ‘ডেমোগ্রাফিক ডেটা অনলাইন আপডেট করুন’ অপশনে যেতে হবে। আপনার স্ব-পরিষেবা আপডেট পোর্টাল এখন দৃশ্যমান হতেই প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
6/6
এরপর OTP দিয়ে লগ ইন করে ড্রপ-ডাউন মেনু থেকে ‘ডেমোগ্রাফিক্স ডেটা আপডেট করুন’ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন করে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি জমা দিতেই ওটিপি যাবে এবং ৫০ টাকা জমা দিতে হবে। এইভাবে আপডেট প্রক্রিয়া সম্পন্ন হবে।
এরপর OTP দিয়ে লগ ইন করে ড্রপ-ডাউন মেনু থেকে ‘ডেমোগ্রাফিক্স ডেটা আপডেট করুন’ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন করে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি জমা দিতেই ওটিপি যাবে এবং ৫০ টাকা জমা দিতে হবে। এইভাবে আপডেট প্রক্রিয়া সম্পন্ন হবে।
advertisement
advertisement
advertisement