বিমানবন্দরে চটি পরে হাঁটছিলেন এক ব্যক্তি, দেখেই চমকে গেলেন অফিসাররা, জিজ্ঞাসা করলেন, 'আপনি কে?' তারপর যা জানা গেল...!

Last Updated:
Airport News: এক ব্যক্তি বিমানবন্দরে স্বাভাবিকভাবেই চটি পরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তাঁকে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তার পর যা হল, চমকালেন অফিসাররাও!
1/9
বিমানবন্দর মানেই কড়া নিরাপত্তা, প্রতিটি যাত্রী ও তাঁদের ব্যাগপত্রের ওপর তীক্ষ্ণ নজর। তবুও চোরাচালানকারীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা খুঁজে বের করে ফাঁক গলে পালাতে চায়। তবে একটুখানি অস্বাভাবিকতা—হয় হাঁটার ভঙ্গি, নয়ত মুখভঙ্গি—তাতেই তাদের চালাকি ধরা পড়ে যায়।
বিমানবন্দর মানেই কড়া নিরাপত্তা, প্রতিটি যাত্রী ও তাঁদের ব্যাগপত্রের ওপর তীক্ষ্ণ নজর। তবুও চোরাচালানকারীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা খুঁজে বের করে ফাঁক গলে পালাতে চায়। তবে একটুখানি অস্বাভাবিকতা—হয় হাঁটার ভঙ্গি, নয়ত মুখভঙ্গি—তাতেই তাদের চালাকি ধরা পড়ে যায়। (Representative Image: AI)
advertisement
2/9
সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক ঘটনা ঘটেছে, যেখানে একজন বিদেশি নাগরিক চটি পরে এমনভাবে হাঁটছিলেন যে, তৎক্ষণাৎ সন্দেহ হয় অফিসারদের। তারপর যা উদ্ধার হল, তা দেখে রীতিমতো চমকে উঠলেন সকলে।
সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই এক ঘটনা ঘটেছে, যেখানে একজন বিদেশি নাগরিক চটি পরে এমনভাবে হাঁটছিলেন যে, তৎক্ষণাৎ সন্দেহ হয় অফিসারদের। তার পর যা উদ্ধার হল, তা দেখে রীতিমতো চমকে উঠলেন সকলে। (Representative Image: AI)
advertisement
3/9
শনিবার এক চমকে দেওয়া ঘটনা ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। এক বিদেশি নাগরিক, যিনি স্বাভাবিকভাবেই চটি পরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তাঁকে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাঁর হাঁটার ধরনে যেন কিছু একটা অস্বাভাবিকতা ছিল। সেখান থেকেই শুরু হয় গোটা ঘটনা।
শনিবার এক চমকে দেওয়া ঘটনা ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। এক বিদেশি নাগরিক, যিনি স্বাভাবিকভাবেই চটি পরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তাঁকে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাঁর হাঁটার ধরনে যেন কিছু একটা অস্বাভাবিকতা ছিল। সেখান থেকেই শুরু হয় গোটা ঘটনা। (Representative Image: AI)
advertisement
4/9
এই গোটা অভিযানটি পরিচালনা করেছিল রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই যাত্রীর উপর নজর রাখা হচ্ছিল। বিমানবন্দরে পা দেওয়ার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। তাঁর হাঁটার ভঙ্গিতে অসঙ্গতি দেখে থামিয়ে দেওয়া হয়।
এই গোটা অভিযানটি পরিচালনা করেছিল রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওই যাত্রীর উপর নজর রাখা হচ্ছিল। বিমানবন্দরে পা দেওয়ার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। তাঁর হাঁটার ভঙ্গিতে অসঙ্গতি দেখে থামিয়ে দেওয়া হয়।(Representative Image: AI)
advertisement
5/9
প্রকৃতপক্ষে, ওই ব্যক্তি ছিলেন আফ্রিকার দেশ চাদের নাগরিক এবং তিনি অ্যাডিস আবাবা থেকে মুম্বই এসেছিলেন। তাঁকে থামিয়ে যখন তল্লাশি করা হয়, তখন সবার চোখ কপালে ওঠে—চটির হিলে লুকিয়ে রাখা ছিল সোনার বিস্কুট!
প্রকৃতপক্ষে, ওই ব্যক্তি ছিলেন আফ্রিকার দেশ চাদের নাগরিক এবং তিনি অ্যাডিস আবাবা থেকে মুম্বই এসেছিলেন। তাঁকে থামিয়ে যখন তল্লাশি করা হয়, তখন সবার চোখ কপালে ওঠে—চটির হিলে লুকিয়ে রাখা ছিল সোনার বিস্কুট! কত মূল্যের জানেন?  (Representative Image: AI)
advertisement
6/9
অধিকারিকদের মতে, সোনা পাচার করতে গিয়ে অত্যন্ত ধূর্তভাবে চটির হিলে তা লুকিয়েছিল ওই বিদেশি। উদ্দেশ্য ছিল, কাস্টমস চেকিং এড়িয়ে চলে যাওয়া। কিন্তু শেষরক্ষা হয়নি।
অধিকারিকদের মতে, সোনা পাচার করতে গিয়ে অত্যন্ত ধূর্তভাবে চটির হিলে তা লুকিয়েছিল ওই বিদেশি। উদ্দেশ্য ছিল, কাস্টমস চেকিং এড়িয়ে চলে যাওয়া। কিন্তু শেষরক্ষা হয়নি। (Representative Image: AI)
advertisement
7/9
চটির হিলের ভেতরে লুকিয়ে ৪,০১৫ গ্রাম সোনা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৩.৮৬ কোটি টাকা। এখন তদন্ত শুরু হয়েছে এই সোনা কাদের জন্য আনা হচ্ছিল, এবং এর পেছনে কোনও বড় পাচার চক্র রয়েছে কিনা তা জানার জন্য।
চটির হিলের ভেতরে লুকিয়ে ৪,০১৫ গ্রাম সোনা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৩.৮৬ কোটি টাকা। এখন তদন্ত শুরু হয়েছে এই সোনা কাদের জন্য আনা হচ্ছিল, এবং এর পেছনে কোনও বড় পাচার চক্র রয়েছে কিনা তা জানার জন্য। (Representative Image: AI)
advertisement
8/9
উল্লেখ্য, এটি কোনও প্রথম ঘটনা নয়। এর আগেও, ২০২৫ সালের এপ্রিল মাসে একই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগের বিশেষ গোপন চেম্বার থেকে ৬.৩০ কোটি টাকার বিদেশি সোনা উদ্ধার হয়েছিল।
উল্লেখ্য, এটি কোনও প্রথম ঘটনা নয়। এর আগেও, ২০২৫ সালের এপ্রিল মাসে একই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগের বিশেষ গোপন চেম্বার থেকে ৬.৩০ কোটি টাকার বিদেশি সোনা উদ্ধার হয়েছিল। (Representative Image: AI)
advertisement
9/9
DRI জানাচ্ছে, তারা আন্তর্জাতিক প্রবেশদ্বারগুলিতে কড়া নজরদারি চালিয়ে যায় এবং এরকম প্রতিটি সন্দেহজনক চলাফেরার উপর নজর রাখে। সোনা ও মূল্যবান জিনিসপত্রের চোরাচালান দেশের অর্থনীতি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে, তাই এমন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
DRI জানাচ্ছে, তারা আন্তর্জাতিক প্রবেশদ্বারগুলিতে কড়া নজরদারি চালিয়ে যায় এবং এরকম প্রতিটি সন্দেহজনক চলাফেরার উপর নজর রাখে। সোনা ও মূল্যবান জিনিসপত্রের চোরাচালান দেশের অর্থনীতি ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে, তাই এমন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement