iPhone : ১৪ বছর আগের ভুল! আইফোন কিনেছিলেন কিডনি বিক্রি করে, এখন সেই যুবকের সঙ্গে যা হল...এমন ভয়ানক ঘটনা আগে ঘটেনি!

Last Updated:
iPhone- চিনের এক দরিদ্র পরিবারের সন্তান তিনি। নাম ওয়াং শাংকুন। ২০১১ সালে নিজের একটি কিডনি ২০ হাজার ইউয়ানে (ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা) বিক্রি করেছিলেন তিনি। তা দিয়ে একটি আইফোন ৪ এবং আইপ্যাড ২ কিনেছিলেন।
1/7
শখের দাম লাখ টাকা। তবে শখের দাম যদি জীবন দিয়ে চোকাতে হয়, তা হলে তো মুশকিল। এক ব্যক্তির সঙ্গে কার্যত সেটাই হল। শখের জিনিস কিনতে গিয়ে তিনি যা করলেন, তাতে তাঁর আর আফসোসের শেষ নেই।
শখের দাম লাখ টাকা। তবে শখের দাম যদি জীবন দিয়ে চোকাতে হয়, তা হলে তো মুশকিল। এক ব্যক্তির সঙ্গে কার্যত সেটাই হল। শখের জিনিস কিনতে গিয়ে তিনি যা করলেন, তাতে তাঁর আর আফসোসের শেষ নেই।
advertisement
2/7
১৭ বছর বয়সে এমন এক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, যা তাঁকে আজ চরম বিপদে ফেলে দিল। ১৪ বছর পর সেই সিদ্ধান্ত তাঁর জীবন ছারখার করে দিল। সেই ব্যক্তি চিনের বাসিন্দা।
১৭ বছর বয়সে এমন এক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, যা তাঁকে আজ চরম বিপদে ফেলে দিল। ১৪ বছর পর সেই সিদ্ধান্ত তাঁর জীবন ছারখার করে দিল। সেই ব্যক্তি চিনের বাসিন্দা।
advertisement
3/7
চিনের এক দরিদ্র পরিবারের সন্তান তিনি। নাম ওয়াং শাংকুন। ২০১১ সালে নিজের একটি কিডনি ২০ হাজার ইউয়ানে (ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা) বিক্রি করেছিলেন তিনি। তা দিয়ে একটি আইফোন ৪ এবং আইপ্যাড ২ কিনেছিলেন। ভেবেছিলেন, তাঁর শরীরে একটি কিডনিই যথেষ্ট।
চিনের এক দরিদ্র পরিবারের সন্তান তিনি। নাম ওয়াং শাংকুন। ২০১১ সালে নিজের একটি কিডনি ২০ হাজার ইউয়ানে (ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা) বিক্রি করেছিলেন তিনি। তা দিয়ে একটি আইফোন ৪ এবং আইপ্যাড ২ কিনেছিলেন। ভেবেছিলেন, তাঁর শরীরে একটি কিডনিই যথেষ্ট।
advertisement
4/7
সেই সময় তিনি বুঝতেও পারেননি, এমন একটা সিদ্ধান্ত তাঁর জীবনে কী মারাত্মক বিপদ ডেকে আনতে পারে! ৩১ বছর বয়সে এসে সেই ব্যক্তি এখন আর নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না। শুরু হয়েছে ডায়ালিসিস।
সেই সময় তিনি বুঝতেও পারেননি, এমন একটা সিদ্ধান্ত তাঁর জীবনে কী মারাত্মক বিপদ ডেকে আনতে পারে! ৩১ বছর বয়সে এসে সেই ব্যক্তি এখন আর নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না। শুরু হয়েছে ডায়ালিসিস।
advertisement
5/7
ওয়াং ২০১১ সালের সেই ভুল সিদ্ধান্তের কথা মনে করে আফসোস করেন আজও। সেদিন অনলাইন চ্যাটে এক অঙ্গ পাচারকারীর প্রলোভনে তিনি পা দিয়ে ফেলেছিন। পাচারকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, “একটি কিডনি বিক্রি করে ২০ হাজার ইউয়ান পাওয়া যাবে।” ওই অঙ্গ পাচারকারী তাঁকে জানিয়েছিলেন মাত্র একটি কিডনি দিয়ে জীবন হেসে খেলে কাটানো যাবে। তাঁর কথা বিশ্বাস করেন ওয়াং।
ওয়াং ২০১১ সালের সেই ভুল সিদ্ধান্তের কথা মনে করে আফসোস করেন আজও। সেদিন অনলাইন চ্যাটে এক অঙ্গ পাচারকারীর প্রলোভনে তিনি পা দিয়ে ফেলেছিন। পাচারকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, “একটি কিডনি বিক্রি করে ২০ হাজার ইউয়ান পাওয়া যাবে।” ওই অঙ্গ পাচারকারী তাঁকে জানিয়েছিলেন মাত্র একটি কিডনি দিয়ে জীবন হেসে খেলে কাটানো যাবে। তাঁর কথা বিশ্বাস করেন ওয়াং।
advertisement
6/7
চিনের হুনান প্রদেশের একটি ছোট শহরের স্থানীয় হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরও শরীরের কোনও কোনও যত্ন নেওয়া হয়নি। কেবল কিডনি সরিয়ে ফেলা হয়েছিল। ওয়াং টাকা নিয়ে নতুন অ্যাপল গেজেট কেনেন। বুঝতে পারেননি, সেই সুখ ক্ষণস্থায়ী ছিল।
চিনের হুনান প্রদেশের একটি ছোট শহরের স্থানীয় হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরও শরীরের কোনও কোনও যত্ন নেওয়া হয়নি। কেবল কিডনি সরিয়ে ফেলা হয়েছিল। ওয়াং টাকা নিয়ে নতুন অ্যাপল গেজেট কেনেন। বুঝতে পারেননি, সেই সুখ ক্ষণস্থায়ী ছিল।
advertisement
7/7
পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় যে তাঁর কিডনির কর্মক্ষমতা মাত্র ২৫ শতাংশে নেমে এসেছে। এখন ডায়ালিসিস চলছে। কর্মক্ষমতা হারিয়েছেন।  ৩১ বছর বয়সে ওয়াং সম্পূর্ণরূপে প্রতিবন্ধী। শরীর ভেঙে গিয়েছে।
পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় যে তাঁর কিডনির কর্মক্ষমতা মাত্র ২৫ শতাংশে নেমে এসেছে। এখন ডায়ালিসিস চলছে। কর্মক্ষমতা হারিয়েছেন। ৩১ বছর বয়সে ওয়াং সম্পূর্ণরূপে প্রতিবন্ধী। শরীর ভেঙে গিয়েছে।
advertisement
advertisement
advertisement