iPhone : ১৪ বছর আগের ভুল! আইফোন কিনেছিলেন কিডনি বিক্রি করে, এখন সেই যুবকের সঙ্গে যা হল...এমন ভয়ানক ঘটনা আগে ঘটেনি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
iPhone- চিনের এক দরিদ্র পরিবারের সন্তান তিনি। নাম ওয়াং শাংকুন। ২০১১ সালে নিজের একটি কিডনি ২০ হাজার ইউয়ানে (ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা) বিক্রি করেছিলেন তিনি। তা দিয়ে একটি আইফোন ৪ এবং আইপ্যাড ২ কিনেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
 ওয়াং ২০১১ সালের সেই ভুল সিদ্ধান্তের কথা মনে করে আফসোস করেন আজও। সেদিন অনলাইন চ্যাটে এক অঙ্গ পাচারকারীর প্রলোভনে তিনি পা দিয়ে ফেলেছিন। পাচারকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, “একটি কিডনি বিক্রি করে ২০ হাজার ইউয়ান পাওয়া যাবে।” ওই অঙ্গ পাচারকারী তাঁকে জানিয়েছিলেন মাত্র একটি কিডনি দিয়ে জীবন হেসে খেলে কাটানো যাবে। তাঁর কথা বিশ্বাস করেন ওয়াং।
advertisement
advertisement

