West Bengal Weather Update: বাংলার পড়শি রাজ্যে জোরালো হচ্ছে ঘূর্ণাবর্ত, কুয়াশার ঢাকবে পাহাড়, তোড়ে বৃষ্টি, সমতলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার খেলা

Last Updated:
West Bengal Weather Update: চলতি সপ্তাহেও শীতের হাত থেকে রেহাই পাবে না পাহাড় থেকে সমতল! দার্জিলিংয়ে ঘন কুয়াশার অ্যালার্ট জারি রয়েছে হলুদ সতর্কতা! কনকনে ঠান্ডায় একদম জুবুথুবু ব্যাপার
1/7
অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এর জেরে হিমালয় পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ইতঃস্তত -বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷
অসমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এর জেরে হিমালয় পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে ইতঃস্তত -বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷
advertisement
2/7
একই সঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছ৷ এই বৃষ্টির জেরে কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
একই সঙ্গে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছ৷ এই বৃষ্টির জেরে কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
3/7
শীতের শেষ বেলায় ঘন কুয়াশার অ্যালার্ট সঙ্গে মেঘে ঢাকা আকাশ তার মাঝেই শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সিকিমে তুষারপাতের ফলে হু হু করে কমতে শুরু করেছে পারদ। থমথমে পরিবেশ সমতলজুড়ে।
শীতের শেষ বেলায় ঘন কুয়াশার অ্যালার্ট সঙ্গে মেঘে ঢাকা আকাশ তার মাঝেই শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সিকিমে তুষারপাতের ফলে হু হু করে কমতে শুরু করেছে পারদ। থমথমে পরিবেশ সমতলজুড়ে।
advertisement
4/7
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈল শহরে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীতের আমেজ। দার্জিলিংয়ে ঘন কুয়াশার অ্যালার্ট জারি হলুদ সর্তকতা।
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈল শহরে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীতের আমেজ। দার্জিলিংয়ে ঘন কুয়াশার অ্যালার্ট জারি হলুদ সর্তকতা।
advertisement
5/7
শীতের বিদায় বেলায় হঠাৎ করেই শীতের চোখ রাঙানি।কনকনে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় হু হু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ।
শীতের বিদায় বেলায় হঠাৎ করেই শীতের চোখ রাঙানি।কনকনে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় হু হু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ।
advertisement
6/7
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন সিকিমে তুষারপাতের ফলে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা,বৃষ্টি সঙ্গে উত্তরে হওয়ার দাপট সবমিলিয়ে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন সিকিমে তুষারপাতের ফলে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা,বৃষ্টি সঙ্গে উত্তরে হওয়ার দাপট সবমিলিয়ে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
7/7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া। সিকিমের ভারী তুষারপাতের প্রকোপ গোটা উত্তরবঙ্গ জুড়ে।শৈল শহরের উচ্চ পার্বত্য এলাকা গুলিতে হার কাঁপানো ঠান্ডা রেহাই পাবে না সমতলও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া। সিকিমের ভারী তুষারপাতের প্রকোপ গোটা উত্তরবঙ্গ জুড়ে।শৈল শহরের উচ্চ পার্বত্য এলাকা গুলিতে হার কাঁপানো ঠান্ডা রেহাই পাবে না সমতলও।
advertisement
advertisement
advertisement