*ফের বরফের সাদা চাদরে মুড়ল সান্দাকফু। হ্যাঁ, এই চৈত্রের মাঝামাঝিতেও। গতকাল রাত থেকেই প্রবল তুষারপাত শুরু হয়। চারপাশ ধেকে গিয়েছে তুষারের চাদরে। বরফ পড়ায় রীতিমতো পূর্ব সিকিমের সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং। শেষ কবে এই সময়ে বরফে ঢাকা পড়েছিল সান্দাকফু, মনে করতে পারছে না কেউই। প্রতিবেদন ও ছবিঃ পার্থপ্রতীম সরকার।