Toto : ইচ্ছে থাকলেই উপায় হয়! টোটো চালক থেকে আধা সামরিক বাহিনির জওয়ান, দুই ভাইয়ের সাফল্য প্রেরণা জোগাবে আপনাকেও

Last Updated:
Toto Driver : প্রতিবেশী থেকে আত্মীয়—সবার মুখে একটাই কথা, “স্বপ্ন দেখার জন্য বড় সুযোগ-সুবিধা নয়, দরকার অদম্য জেদ।” দুই ভাইয়ের সাফল্যে আজ অনুপ্রাণিত গোটা লক্ষ্মীর হাট
1/5
টোটোর চাকা থেকে আধা সামরিক বাহিনী! অদম্য জেদে সফল লক্ষ্মীর হাটের দুই ভাই। ময়নাগুড়ির লক্ষ্মীর হাট আজ গর্বিত। টোটো চালিয়ে, মিস্ত্রির কাজ করে কিংবা কৃষিজমিতে কঠোর পরিশ্রমের মাঝেই স্বপ্ন বুনেছিলেন দুই ভাই—অনিমেষ রায় ও বিরাজ রায়। সেই স্বপ্নই আজ বাস্তব।
টোটোর চাকা থেকে আধা সামরিক বাহিনী! অদম্য জেদে সফল লক্ষ্মীর হাটের দুই ভাই। ময়নাগুড়ির লক্ষ্মীর হাট আজ গর্বিত। টোটো চালিয়ে, মিস্ত্রির কাজ করে কিংবা কৃষিজমিতে কঠোর পরিশ্রমের মাঝেই স্বপ্ন বুনেছিলেন দুই ভাই—অনিমেষ রায় ও বিরাজ রায়। সেই স্বপ্নই আজ বাস্তব।
advertisement
2/5
২০২৫ সালের স্টাফ সিলেকশন কমিশনের (SSC GD) পরীক্ষায় একসঙ্গে সাফল্য পেয়ে তারা পা রাখছেন ভারতীয় আধা সামরিক বাহিনীর পথে। ময়নাগুড়ি ব্লকের দোমহনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর হাটের বাসিন্দা বিমল রায়ের এই দুই ছেলে ছোটবেলা থেকেই লড়াইয়ের পাঠ নিয়েছেন অভাবের সংসারে।
২০২৫ সালের স্টাফ সিলেকশন কমিশনের (SSC GD) পরীক্ষায় একসঙ্গে সাফল্য পেয়ে তারা পা রাখছেন ভারতীয় আধা সামরিক বাহিনীর পথে। ময়নাগুড়ি ব্লকের দোমহনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর হাটের বাসিন্দা বিমল রায়ের এই দুই ছেলে ছোটবেলা থেকেই লড়াইয়ের পাঠ নিয়েছেন অভাবের সংসারে।
advertisement
3/5
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পার করলেও দারিদ্র্যের কারণে কলেজের পড়াশোনা মাঝপথে থামাতে হয়। কিন্তু থেমে যায়নি স্বপ্ন। সংসারের হাল ধরতে টোটো চালানোই ছিল তাদের মূল ভরসা। পাশাপাশি সুযোগ পেলে মিস্ত্রির কাজ বা কৃষিশ্রমে নেমে পড়তেন। গত তিন বছর ছিল তাদের কাছে এক কঠিন দিনপঞ্জি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পার করলেও দারিদ্র্যের কারণে কলেজের পড়াশোনা মাঝপথে থামাতে হয়। কিন্তু থেমে যায়নি স্বপ্ন। সংসারের হাল ধরতে টোটো চালানোই ছিল তাদের মূল ভরসা। পাশাপাশি সুযোগ পেলে মিস্ত্রির কাজ বা কৃষিশ্রমে নেমে পড়তেন। গত তিন বছর ছিল তাদের কাছে এক কঠিন দিনপঞ্জি।
advertisement
4/5
ভোরের অন্ধকারে দৌড় ও শারীরিক কসরত, দিনভর রোজগারের লড়াই, আর রাতে অল্প আলোয় চাকরির পরীক্ষার প্রস্তুতি—এই ছিল অনিমেষ ও বিরাজের দৈনন্দিন রুটিন। অবশেষে সেই পরিশ্রমেরই ফল মিলল। ২০২৫ এর পরীক্ষার ফল প্রকাশের পর বছরের শুরুতেই যেন নতুন জীবন শুরু হল দুই ভাইয়ের। তারপর থেকেই এলাকায় উৎসবের আবহ।
ভোরের অন্ধকারে দৌড় ও শারীরিক কসরত, দিনভর রোজগারের লড়াই, আর রাতে অল্প আলোয় চাকরির পরীক্ষার প্রস্তুতি—এই ছিল অনিমেষ ও বিরাজের দৈনন্দিন রুটিন। অবশেষে সেই পরিশ্রমেরই ফল মিলল। ২০২৫ এর পরীক্ষার ফল প্রকাশের পর বছরের শুরুতেই যেন নতুন জীবন শুরু হল দুই ভাইয়ের। তারপর থেকেই এলাকায় উৎসবের আবহ।
advertisement
5/5
প্রতিবেশী থেকে আত্মীয়—সবার মুখে একটাই কথা, “স্বপ্ন দেখার জন্য বড় সুযোগ-সুবিধা নয়, দরকার অদম্য জেদ।” দুই ভাইয়ের সাফল্যে আজ অনুপ্রাণিত গোটা লক্ষ্মীর হাট।অনিমেষ ও বিরাজের কথায়, “এই সাফল্য শুধু আমাদের নয়, বাবা-মায়ের ত্যাগের জয়।” টোটোর চাকা ঘুরিয়ে যারা ভবিষ্যৎ গড়ার সাহস দেখিয়েছে, আজ তারা লক্ষ্মীর হাটের তারুণ্যের আইকন!
প্রতিবেশী থেকে আত্মীয়—সবার মুখে একটাই কথা, “স্বপ্ন দেখার জন্য বড় সুযোগ-সুবিধা নয়, দরকার অদম্য জেদ।” দুই ভাইয়ের সাফল্যে আজ অনুপ্রাণিত গোটা লক্ষ্মীর হাট।অনিমেষ ও বিরাজের কথায়, “এই সাফল্য শুধু আমাদের নয়, বাবা-মায়ের ত্যাগের জয়।” টোটোর চাকা ঘুরিয়ে যারা ভবিষ্যৎ গড়ার সাহস দেখিয়েছে, আজ তারা লক্ষ্মীর হাটের তারুণ্যের আইকন!
advertisement
advertisement
advertisement