টোটোর পর এবার অটো! নতুন নিয়ম জেলায়! না মানলেই এবার বড় শাস্তি
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Auto- টোটোর পর এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের।
কোচবিহারে ইতিমধ্যেই একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল টোটো গাড়িকে কেন্দ্র করে। এই সমস্ত নিয়মের কারণে বেশ অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। এছাড়াও যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।
advertisement
কোচবিহারের দুই অটোচালক হারাধন দে এবং মুকুল হক জানান, "দীর্ঘ সময় ধরে তাঁরা অটো চালিয়ে সংসার চালান। অটোই একমাত্র ভরসা তাঁদের উপার্জনের। তবে বর্তমানে এই নতুন নিয়ম শুরু করার ফলে বেশ অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাদের ভাড়ার সংখ্যা অনেকটাই কমেছে। এছাড়া প্যাসেঞ্জারও পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না তাঁরা। তবে রোড সেফটির নিয়ম অনুযায়ী এই নিয়ম বেশ ভাল। এতে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন তাঁরাও। তবে মুনাফা কমে যাওয়ায় বেশ কিছুটা চিন্তায় পড়েছেন অটো চালকেরা।"
advertisement
advertisement
advertisement
বর্তমান সময়ে জেলা কোচবিহারের অটো চালকেরা কিছুটা হলেও অসন্তুষ্ট এই সমস্ত নতুন নিয়মের কারণে। তবেই নতুন নিয়ম গুলির কারণে বর্তমানের রাস্তায় যানজটের পরিমাণ কমেছে অনেকটাই। ভবিষ্যতে আরও সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এই নিয়ম মেনে চলার ফলে। ইতিমধ্যেই এই নতুন নিয়ম গুলির প্রশংসা করেছেন বহু সাধারণ মানুষ।