Train news: আর ট্রেনের ধাক্কায় মরবে না হাতি! অত্যাধুনিক যন্ত্রে বাঁচবে প্রাণী! বিরাট উদ্যোগ

Last Updated:
Train news: বন দফতর এবং রেলে যৌথ উদ্যোগে এবার হাতি মৃত্যুরোধে একটি আধুনিক ডিভাইস তৈরি করা হয়েছে। জলপাইগুড়ির চাপরামারি জঙ্গলে মাঝে মাঝে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হচ্ছে।
1/5
বন দফতর এবং রেলে যৌথ উদ্যোগে এবার হাতি মৃত্যুরোধে একটি আধুনিক ডিভাইস তৈরি করা হয়েছে। জলপাইগুড়ির চাপরামারি জঙ্গলে মাঝে মাঝে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হচ্ছে।
বন দফতর এবং রেলে যৌথ উদ্যোগে এবার হাতি মৃত্যুরোধে একটি আধুনিক ডিভাইস তৈরি করা হয়েছে। জলপাইগুড়ির চাপরামারি জঙ্গলে মাঝে মাঝে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হচ্ছে।
advertisement
2/5
এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বছর আগে একটি গর্ভবতী হাতি মারা গিয়েছিল। তারপর থেকে বন দফতর বিভিন্ন আধুনিক ডিভাইস ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে এই ডিভাইসটি। এই যন্ত্রের মাধ্যমে হাতি রেললাইন পার হওয়ার সময় রেল দফতরকে বন দফতর সতর্ক করবে।
এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বছর আগে একটি গর্ভবতী হাতি মারা গিয়েছিল। তারপর থেকে বন দফতর বিভিন্ন আধুনিক ডিভাইস ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে এই ডিভাইসটি। এই যন্ত্রের মাধ্যমে হাতি রেললাইন পার হওয়ার সময় রেল দফতরকে বন দফতর সতর্ক করবে।
advertisement
3/5
তবে এখন জলপাইগুড়ি চাপরামারী জঙ্গলের মধ্যে নতুন একটি উন্নতমানের এআই ডিভাইস স্থাপন করা হয়েছে। যদি হাতি রেললাইন বা তার পাশের এলাকায় চলে আসে, তাহলে এটি অটোমেটিকভাবে বন দফতর এবং রেল দফতকে এসএমএস পাঠিয়ে সতর্ক করে দেবে। এর পাশাপাশি, ডিভাইসটি ক্যামেরার মাধ্যমে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ছবির মাধ্যমে রেকর্ড করে এবং সংশ্লিষ্ট দফতরকে জানাবে।
তবে এখন জলপাইগুড়ি চাপরামারী জঙ্গলের মধ্যে নতুন একটি উন্নতমানের এআই ডিভাইস স্থাপন করা হয়েছে। যদি হাতি রেললাইন বা তার পাশের এলাকায় চলে আসে, তাহলে এটি অটোমেটিকভাবে বন দফতর এবং রেল দফতকে এসএমএস পাঠিয়ে সতর্ক করে দেবে। এর পাশাপাশি, ডিভাইসটি ক্যামেরার মাধ্যমে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী রেললাইনের কাছে আসার বিষয়টি ছবির মাধ্যমে রেকর্ড করে এবং সংশ্লিষ্ট দফতরকে জানাবে।
advertisement
4/5
উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, এ ধরনের ডিভাইস ১৮টি পয়েন্টে চাপরামারির হাতি করিডরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এর আগে, ২০২৩ সালে হাতি এই এলাকায় মারা যায়। ২০২২ সালে প্রথম ডিভাইসটি চালু হওয়ার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি হাতি মৃত্যুর সমস্যা সমাধান হবে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, এ ধরনের ডিভাইস ১৮টি পয়েন্টে চাপরামারির হাতি করিডরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এর আগে, ২০২৩ সালে হাতি এই এলাকায় মারা যায়। ২০২২ সালে প্রথম ডিভাইসটি চালু হওয়ার পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি হাতি মৃত্যুর সমস্যা সমাধান হবে মনে করা হচ্ছে।
advertisement
5/5
পরিবেশপ্রেমী সঙ্গীতা আইয়ার এই প্রকল্পের ওপর নজরদারি করছেন এবং ডিভাইসটি নির্মাণের জন্য অর্থ প্রদান করেছেন। অপরদিকে, কৌস্তভ চৌধুরী, যিনি এই প্রজেক্টের সঙ্গে জড়িত, জানিয়েছেন যে আগের ডিভাইস শুধুমাত্র রেল দফতরকে সিগন্যাল পাঠাত, তবে নতুন ডিভাইসটি বন দফতরকেও সতর্ক করবে।
পরিবেশপ্রেমী সঙ্গীতা আইয়ার এই প্রকল্পের ওপর নজরদারি করছেন এবং ডিভাইসটি নির্মাণের জন্য অর্থ প্রদান করেছেন। অপরদিকে, কৌস্তভ চৌধুরী, যিনি এই প্রজেক্টের সঙ্গে জড়িত, জানিয়েছেন যে আগের ডিভাইস শুধুমাত্র রেল দফতরকে সিগন্যাল পাঠাত, তবে নতুন ডিভাইসটি বন দফতরকেও সতর্ক করবে।
advertisement
advertisement
advertisement