Snowfall forecast in Darjeeling: আহা কী দেখিলাম! দার্জিলিঙের একাধিক জায়গায় শুরু তুষারপাত... বরফে ঢেকে গেল সিকিম

Last Updated:
Snowfall forecast in Darjeeling: সান্দাকফু, টুমলিং, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক-সহ এলাকায় ভারী তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে এলাকা।
1/6
 বেশ চুটিয়ে ঠান্ডা পড়েছে এ বছর। আর শীতে পাহাড়ে বেড়াতেও গিয়েছেন অনেকে। তাঁদের জন্য় এবার যেন স্বর্গসুখ। দার্জিলিংয়ে বরফ পড়ল। সাদা তুলোয় ঢাকল ম্য়াল। যার ফলে বেজায় খুশি পর্যটকেরা। তুষারপাত দেখতে পর্যটকদের ভিড় দেখা গেল।
বেশ চুটিয়ে ঠান্ডা পড়েছে এ বছর। আর শীতে পাহাড়ে বেড়াতেও গিয়েছেন অনেকে। তাঁদের জন্য় এবার যেন স্বর্গসুখ। দার্জিলিংয়ে বরফ পড়ল। সাদা তুলোয় ঢাকল ম্য়াল। যার ফলে বেজায় খুশি পর্যটকেরা। তুষারপাত দেখতে পর্যটকদের ভিড় দেখা গেল।
advertisement
2/6
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হিমাঙ্কের নীচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হিমাঙ্কের নীচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা।
advertisement
3/6
দার্জিলিংয়ের জেলাগুলিতে তীব্র শীতের দাপট অব্যাহত। তার মধ্যে বৃষ্টির পূর্বভাস মিলেছে। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে চলেছে।
দার্জিলিংয়ের জেলাগুলিতে তীব্র শীতের দাপট অব্যাহত। তার মধ্যে বৃষ্টির পূর্বভাস মিলেছে। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে চলেছে।
advertisement
4/6
 উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
5/6
তুষারপাতের সাদা আস্তরণে নৈসর্গিক রূপ যেন স্বর্গীয়৷ বিশেষ করে উত্তর সিকিমের লাচেন এবং থাঙ্গু উপত্যকা শীতলতম শহর সিকিমের৷
তুষারপাতের সাদা আস্তরণে নৈসর্গিক রূপ যেন স্বর্গীয়৷ বিশেষ করে উত্তর সিকিমের লাচেন এবং থাঙ্গু উপত্যকা শীতলতম শহর সিকিমের৷
advertisement
6/6
তুষারপাতে বিধ্বস্ত সিকিমে বিঘ্নিত হয় পর্যটনও৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ও সতর্ক প্রশাসন৷ বুধবার থেকে ফের বাংলায় শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে।
তুষারপাতে বিধ্বস্ত সিকিমে বিঘ্নিত হয় পর্যটনও৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ও সতর্ক প্রশাসন৷ বুধবার থেকে ফের বাংলায় শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে।
advertisement
advertisement
advertisement