Bizarre! কোভিশিল্ডের ডোজ নিয়েই শরীরে আটকে যাচ্ছে হাতা-খুন্তি-কয়েন! দুশ্চিন্তায় শিলিগুড়ির 'ম্যাগনেট ম্যান'

Last Updated:
৭ জুন টিকা নেন শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের বাসিন্দা নেপাল চক্রবর্তী। কোভিশিল্ড টিকার ডোজ নিয়েছিলেন। তারপরেই ঘটে আজব কাণ্ড!
1/6
*নাসিকের পর শিলিগুড়ি! ভ্যাকসিন নিয়ে শরীর চুম্বক! হার মানল বলিউডি ছবি! কার্যত ম্যাগনেট ম্যানের খোঁজ মিলল শহরে! বিস্মিত শহরবাসী। প্রতিবেদন ও ছবি: পার্থপ্রতীম সরকার।  
*নাসিকের পর শিলিগুড়ি! ভ্যাকসিন নিয়ে শরীর চুম্বক! হার মানল বলিউডি ছবি! কার্যত ম্যাগনেট ম্যানের খোঁজ মিলল শহরে! বিস্মিত শহরবাসী। প্রতিবেদন ও ছবি: পার্থপ্রতীম সরকার।  
advertisement
2/6
*গত ৭ জুন টিকা নেন শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের বাসিন্দা নেপাল চক্রবর্তী। কোভিশিল্ড টিকার ডোজ নিয়েছিলেন। তারপর নিছকই ঘরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নজরে আসে ভিন রাজ্যের এক ব্যক্তির শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে হাতা, খুন্তি, চামচ। ব্যাস! 
*গত ৭ জুন টিকা নেন শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের বাসিন্দা নেপাল চক্রবর্তী। কোভিশিল্ড টিকার ডোজ নিয়েছিলেন। তারপর নিছকই ঘরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নজরে আসে ভিন রাজ্যের এক ব্যক্তির শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে হাতা, খুন্তি, চামচ। ব্যাস! 
advertisement
3/6
*সম্পূর্ণ কৌতূহলের বশবর্তী হয়ে নেপাল চক্রবর্তী নিজে শরীরে পরীক্ষা করেন গত শুক্রবারে। তারপরেই চোখ কপালে ওঠে তাঁর। দেখা যায়, ভিন রাজ্যের সেই ব্যক্তির মতো কাকতলীয়ভাবে তাঁর শরীরেও আটকে যাচ্ছে রান্নার নানা উপকরণ থেকে খুচরো পয়সা। 
*সম্পূর্ণ কৌতূহলের বশবর্তী হয়ে নেপাল চক্রবর্তী নিজে শরীরে পরীক্ষা করেন গত শুক্রবারে। তারপরেই চোখ কপালে ওঠে তাঁর। দেখা যায়, ভিন রাজ্যের সেই ব্যক্তির মতো কাকতলীয়ভাবে তাঁর শরীরেও আটকে যাচ্ছে রান্নার নানা উপকরণ থেকে খুচরো পয়সা। 
advertisement
4/6
*চরম বিষ্ময়ে নেপাল চক্রবর্তী বিষয়টি জানান আত্মীয়-স্বজনদের। তবে এখনও চিকিৎসকের সঙ্গে দেখা করেননি। শীঘ্রই তিনি চিকিৎসকদের শরণাপন্ন হবে বলে জানিয়েছেন। 
*চরম বিষ্ময়ে নেপাল চক্রবর্তী বিষয়টি জানান আত্মীয়-স্বজনদের। তবে এখনও চিকিৎসকের সঙ্গে দেখা করেননি। শীঘ্রই তিনি চিকিৎসকদের শরণাপন্ন হবে বলে জানিয়েছেন। 
advertisement
5/6
*তবে টিকা নেওয়ার পর তাঁর শরীরে কোনো সমস্যা হয়নি। জ্বর বা গা, হাত, পা ব্যাথাও হয়নি। টিকা নেওয়ার আগেও যেমন ছিলেন, এখনও তেমনই আছেন, জানিয়েছেন নিজেই। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও। 
*তবে টিকা নেওয়ার পর তাঁর শরীরে কোনো সমস্যা হয়নি। জ্বর বা গা, হাত, পা ব্যাথাও হয়নি। টিকা নেওয়ার আগেও যেমন ছিলেন, এখনও তেমনই আছেন, জানিয়েছেন নিজেই। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও। 
advertisement
6/6
*যদিও কোনওভাবেই এমনটা সম্ভব নয়, এর সঙ্গে কোভিশিল্ড বা টিকার কোনও সম্পর্ক নেই। দাবি শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক শঙখ সেন এবং বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে-র।
*যদিও কোনওভাবেই এমনটা সম্ভব নয়, এর সঙ্গে কোভিশিল্ড বা টিকার কোনও সম্পর্ক নেই। দাবি শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক শঙখ সেন এবং বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে-র।
advertisement
advertisement
advertisement