Sikkim Landslide: চিন ভারত সীমান্তের সেনা শিবিরে ভূমিধসে মৃত্যু ৩ ভারতীয় সেনার, আহত ৪! চলছে উদ্ধারকাজ

Last Updated:
ভারতীয় সেনাবাহিনী তার সকল কর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অটল, প্রকৃতির ক্রোধের মুখেও কর্তব্যের প্রতি তাদের অদম্য মনোভাব।
1/5
সিকিমের লাচেন জেলার চাতেং এলাকায় ভূমিধসের কবলে সেনা শিবির উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, উদ্ধার দুই সেনা কর্মী হাবিলদার লখবিন্দার সিং, লায়ন্স নায়েক মুনিশ ঠাকুর-সহ এক মালবাহকের মৃতদেহ।
সিকিমের লাচেন জেলার চাতেং এলাকায় ভূমিধসের কবলে সেনা শিবির উদ্ধার কার্জ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, উদ্ধার দুই সেনা কর্মী হাবিলদার লখবিন্দার সিং, লায়ন্স নায়েক মুনিশ ঠাকুর-সহ এক মালবাহকের মৃতদেহ।
advertisement
2/5
রবিবার সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায়, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধস এর কবলে পরে লাচেন জেলার চাতেনে এলাকায় ভারতীয় সেনাবাহিনীর শিবিরটি।। ভারতীয় সেনাবাহিনী সদস্যরা প্রতিকূলতার মুখে পরেও দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
রবিবার সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায়, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধস এর কবলে পরে লাচেন জেলার চাতেনে এলাকায় ভারতীয় সেনাবাহিনীর শিবিরটি।। ভারতীয় সেনাবাহিনী সদস্যরা প্রতিকূলতার মুখে পরেও দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
advertisement
3/5
চারজনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হলেও, তিনজন সাহসী কর্মী , যাদের মধ্যে রয়েছে হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখা বীরগতি প্রাপ্ত করে, সোমবার সেনা বাহিনীর দুই সদস্য এবং এক মলবাহকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
চারজনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হলেও, তিনজন সাহসী কর্মী , যাদের মধ্যে রয়েছে হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখা বীরগতি প্রাপ্ত করে, সোমবার সেনা বাহিনীর দুই সদস্য এবং এক মলবাহকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
4/5
এই ভূমিধসে নিখোঁজ ছয় কর্মীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
এই ভূমিধসে নিখোঁজ ছয় কর্মীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
advertisement
5/5
এই দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারানো সাহসী ব্যক্তিদের পরিবারের প্রতি ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করছে। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
এই দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণ হারানো সাহসী ব্যক্তিদের পরিবারের প্রতি ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা প্রকাশ করছে। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
advertisement
advertisement
advertisement