Sikkim Landslide: টানা বৃষ্টিতে সিকিমগামী জাতীয় সড়কে  ধস, গাড়ির রুট বদল, জেনে নিন কোন রুটে চলছে গাড়ি

Last Updated:
লিকুভিরের কাছে ধস নামে। ক্রমাগত পাথর পড়ছে জাতীয় সড়কে । এর ফলে কালিম্পং জেলা পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক।
1/5
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ের দার্জিলিং-কালিম্পংয়েও ভারী বৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয় সড়কে পরপর ধস নেমে ব্যাহত হল যানবাহন চলাচল।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ের দার্জিলিং-কালিম্পংয়েও ভারী বৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয় সড়কে পরপর ধস নেমে ব্যাহত হল যানবাহন চলাচল।
advertisement
2/5
লিকুভিরের কাছে ধস নামে। ক্রমাগত পাথর পড়ছে জাতীয় সড়কে । এর ফলে কালিম্পং জেলা পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক।
লিকুভিরের কাছে ধস নামে। ক্রমাগত পাথর পড়ছে জাতীয় সড়কে । এর ফলে কালিম্পং জেলা পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক।
advertisement
3/5
ইতিমধ্যেই পূর্ত দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই পূর্ত দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/5
প্রশাসনিক আধিকারিকরা জানান, '' ওই রাস্তার কতটা ক্ষতি হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে, এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করা ভীষণ ঝুঁকিপূর্ণ। রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।''
প্রশাসনিক আধিকারিকরা জানান, '' ওই রাস্তার কতটা ক্ষতি হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে, এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করা ভীষণ ঝুঁকিপূর্ণ। রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।''
advertisement
5/5
আপাতত শিলিগুড়ি, কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।
আপাতত শিলিগুড়ি, কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।
advertisement
advertisement
advertisement