Sandakphu: ইচ্ছে হলেই আর সান্দাকফু যেতে পারবেন না, নিয়মে বড়সড় বদল! কীভাবে মিলবে ছাড়পত্র? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Sandakphu: চলতি বছরেই অধিক উচ্চতায় প্রচন্ড ঠান্ডায় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু হয়েছে একেরও বেশি পর্যটকের এই ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ডিসেম্বর মাস থেকেই সান্দাকফুফ ভ্রমণে জারি হবে এই নতুন গাইড লাইন।
*পাহাড়প্রেমি সকলেরই স্বপ্ন থাকে হেরিটেজ ল্যান্ড রোভারের চেপে বা পায়ে হেঁটে চারিদিকে সিঙ্গলিলা জাতীয় উদ্যানের মাঝ বরাবর রাস্তা দিয়ে দু-চোখ ভরে রডোডেনড্রন গাছের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ভ্রমণ। এতদিন পর্যন্ত শুধু পারমিট করেই নিজের স্বপ্নের গন্তব্যে ছুটে চলতো সকলে। তবে এবার সান্দাকফু ভ্রমণে বড়সড় পরিবর্তন করল স্থানীয় প্রশাসন। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
advertisement
*চলতি বছরে আপনিও যদি সান্দাকফু ভ্রমণের কথা ভাবেন তবে অবশ্যই এই নিয়মটি আপনাকে পালন করতে হবে। ১১,৯৫০ ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, জানা যায় বহু পর্যটকের ট্র্যাকিংয়ের হাতে খড়ি শুরু হয় এই পাহাড়ি পথ থেকেই সেই অর্থেই এতদিন পর্যন্ত কোনও নিয়মকানুন না থাকলেও বর্তমানে জিটিএর পক্ষ থেকে সান্দাকফু ভ্রমণে জারি হল নতুন গাইড লাইন। ফাইল ছবি।
advertisement
advertisement
*এ প্রসঙ্গে জিটিএ চিফ অ্যাডভাইজার এসপি শর্মা বলেন এবার থেকে সান্দাকফু ভ্রমণের আগে মানেভাঞ্জানে থাকবে বিশেষ হেলথ চেকআপ ক্যাম্প এবং সেখানে পর্যটকদের একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে সেটিকে পূরণ করে জমা করে তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের তরফে ফিট সার্টিফিকেট দিলেই পর্যটকেরা সান্দাকফুর উদ্দেশ্যে যেতে পারবে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement