এক ঝাঁক টলিপাড়ার তারকাদের, এখন অস্থায়ী ঠিকানা পাহাড়ে ঘেরা কালিম্পং (Kalimpong) শহর। 'জতুগৃহ' ছবির জন্য সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছিলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।এবার যোগ দিলেন পায়েল সরকারও (Payel Sarkar)।
2/ 5
এই ছবির মুখ্য নারী চরিত্র পায়েল (Payel Sarkar)। নির্বাচনের পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পায়েল তাঁর নতুন লুক-এর ঝলক পোস্ট করেছেন। 'জতুগৃহ'-এ নিষাদঞ্জের এক ধনী চা বাগানের মালিকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে পায়েলের নাম 'মেলিসা'।
3/ 5
ছবিতে পায়েলের যে লুক তাঁর মধ্যে রয়েছে একটু ভিন্টেজ-এর ছোঁয়া। হান্টার বুট, ওভারকোট, শর্ট স্কার্ট, সফ্ট কার্ল্ড চুল, সব মিলিয়ে নায়িকার সাজ পোশাকের মধ্যে একটা ভিন্ন 'ডাইমেনশন' রাখতে চেয়েছেন পরিচালক সপ্তাশ্ব।
4/ 5
এছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 'জতুগৃহ'-ছবিতে তিনি ৬০ বছরের বৃদ্ধ যাজক জোসেফ-এর চরিত্রে অভিনয় করছেন। থ্রিলার ধর্মী এই ছবিতে রয়েছে 'হরর' ইলিমেন্ট। সঙ্গে প্রেমের সমীকরণও রয়েছে গল্পের বুননে।
5/ 5
এ ছবিতে অল্পবয়সী হোটেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে বনিকে। তাঁর চোখ দিয়েই দর্শক এই ছবির গল্প দেখবেন, এমনটাই জানিয়েছেন পরিচালক। আপাতত কালিম্পঙ-এর ঝিরঝিরে বৃষ্টি ভেজা পাহাড়ের কোলেই জমে উঠছে জতুগৃহ!
Payel Sarkar : কালিম্পং-এ জমে উঠেছে 'জতুগৃহ'! পাহাড়ি পথে উষ্ণতা ছড়িয়ে অন্য পায়েল...
এক ঝাঁক টলিপাড়ার তারকাদের, এখন অস্থায়ী ঠিকানা পাহাড়ে ঘেরা কালিম্পং (Kalimpong) শহর। 'জতুগৃহ' ছবির জন্য সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছিলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।এবার যোগ দিলেন পায়েল সরকারও (Payel Sarkar)।
Payel Sarkar : কালিম্পং-এ জমে উঠেছে 'জতুগৃহ'! পাহাড়ি পথে উষ্ণতা ছড়িয়ে অন্য পায়েল...
এই ছবির মুখ্য নারী চরিত্র পায়েল (Payel Sarkar)। নির্বাচনের পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পায়েল তাঁর নতুন লুক-এর ঝলক পোস্ট করেছেন। 'জতুগৃহ'-এ নিষাদঞ্জের এক ধনী চা বাগানের মালিকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে পায়েলের নাম 'মেলিসা'।
Payel Sarkar : কালিম্পং-এ জমে উঠেছে 'জতুগৃহ'! পাহাড়ি পথে উষ্ণতা ছড়িয়ে অন্য পায়েল...
ছবিতে পায়েলের যে লুক তাঁর মধ্যে রয়েছে একটু ভিন্টেজ-এর ছোঁয়া। হান্টার বুট, ওভারকোট, শর্ট স্কার্ট, সফ্ট কার্ল্ড চুল, সব মিলিয়ে নায়িকার সাজ পোশাকের মধ্যে একটা ভিন্ন 'ডাইমেনশন' রাখতে চেয়েছেন পরিচালক সপ্তাশ্ব।
Payel Sarkar : কালিম্পং-এ জমে উঠেছে 'জতুগৃহ'! পাহাড়ি পথে উষ্ণতা ছড়িয়ে অন্য পায়েল...
এছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 'জতুগৃহ'-ছবিতে তিনি ৬০ বছরের বৃদ্ধ যাজক জোসেফ-এর চরিত্রে অভিনয় করছেন। থ্রিলার ধর্মী এই ছবিতে রয়েছে 'হরর' ইলিমেন্ট। সঙ্গে প্রেমের সমীকরণও রয়েছে গল্পের বুননে।
Payel Sarkar : কালিম্পং-এ জমে উঠেছে 'জতুগৃহ'! পাহাড়ি পথে উষ্ণতা ছড়িয়ে অন্য পায়েল...
এ ছবিতে অল্পবয়সী হোটেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে বনিকে। তাঁর চোখ দিয়েই দর্শক এই ছবির গল্প দেখবেন, এমনটাই জানিয়েছেন পরিচালক। আপাতত কালিম্পঙ-এর ঝিরঝিরে বৃষ্টি ভেজা পাহাড়ের কোলেই জমে উঠছে জতুগৃহ!