

মালদহের চিন্তা বাড়াচ্ছে মহানন্দা। বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা নদী। সকালে মহানন্দার জলস্তর বেড়ে দাঁড়ায় ২১.৪৫ মিটার। যা বিপদসীমার ৪৫ সেন্টিমিটার বেশি। ইতিমধ্যেই ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার ৩০০-র বেশি পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় ও স্কুল বাড়িতে গিয়ে উঠেছেন।(Story: Sebak Deb Sarma)


জেলার অপর দুই প্রধান নদী গঙ্গা ও ফুলহার নদীতে জল বাড়লেও এখনও বিপদসীমার নিচেই রয়েছে। এবছর আগাম বেড়েছে মহানন্দার জল। প্রতিবছর মালদহে স্থানীয় ভাবে বৃষ্টি হয় জুলাই মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এ বছর ইতিমধ্যে মালদহে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে ঠিকই। কিন্তু স্থানীয় ভাবে বৃষ্টি এখনও অনেকটাই কম।


কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের জেলা গুলিতে ভারী বৃষ্টির কারনে মালদহে ক্রমশই বাড়ছে মহানন্দা। এর জেরে মহানন্দা নদীর তীরবর্তী দুই পুরসভা শহর ইংরেজবাজার ও পুরাতন মালদহে নদী তীরবর্তী এলাকা গুলিতে মহানন্দার জল ঢুকেছে। পুরাতন মালদহের ৮,৯ এবং ২০ নম্বর ওয়ার্ড এবং সাহাপুর পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন


পুরাতন মালদহে ২০০-র বেশী পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন। একই ভাবে ইংরেজবাজার শহরে বেশ কিছু এলাকা প্লাবিত।