Malda News: বাংলা জয়ের পর এবার জাতীয় স্তরে স্বীকৃতি! কৃষকের মেয়ের দুরন্ত সাফল্য, মালদহ জেলা জুড়ে খুশির হাওয়া
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda News: তিরন্দাজিতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর এবার জাতীয় স্তরে ব্রোঞ্জ জয় মালদহের মন্দিরা রাজবংশীর। কৃষকের মেয়ের এমন সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
কোচ শ্রীমন্ত চৌধুরী জানান, "এর আগেও একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন মন্দিরে। জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল এবং অল ইন্ডিয়া পুলিশ মিটে সিলভার এনেছেন। ফলাফলটা আরও ভাল হতে পারত। তবে বর্তমানে প্রতিযোগী বাড়ায় লড়াইটা একটু কঠিন হয়েছে। তবে বাংলার জন্য ব্রোঞ্জ এনেছেন তাঁর এমন সাফল্যে দেখে খুব ভাল লাগছে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)







